বুধবার, ২২ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১

রশিদের নেতৃত্বে আফগানিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা

যাযাদি ডেস্ক
  ০১ মে ২০২৪, ১১:০৫
ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রশিদ খানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড দলে আছেন তরুণ বাঁ-হাতি স্পিনার নাঙ্গিয়াল খারোতি, গেল মার্চে আয়ারল্যান্ড সিরিজে অভিষেক হয়েছিল তার। ৩ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৫ উইকেট। তার ইকোনমি রেট ৫.৯০। এছাড়াও দলে যায়গা পেয়েছেন ৪ টি-টোয়েন্টি ম্যাচে ৭৫ রান করা উইকেটকিপার ব্যাটসম্যান মোহাম্মদ ইসহাক।

ইসহাক আফগানদের হয়ে ২০২০ ও ২০২২ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও খেলেছেন। আফগানদের স্কোয়াডে রশিদ খান ছাড়াও আছেন আরও ৫ জন অলরাউন্ডার। তারা হলেন- আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, করিম জানাত ও নাঙ্গিয়াল। ১ মে এর মধ্যে বাকি দলগুলোকে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে। তবে ২৫ মের মধ্যে দলে পরিবর্তন করার সুযোগ পাবে।

আফগানিস্তান দল

রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, করিম জানাত, রশিদ খান (অধিনায়ক), নাঙ্গিয়াল খারোতি, মুজিব-উর-রহমান, নূর আহমদ, নবিন-উল হক, ফজল হক ফারুকি ও ফরিদ আহমেদ।

রিজার্ভ : সেদিকুল্লাহ অতল, হজরতউল্লাহ জাজাই ও সেলিম শাফি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে