বায়ার্ন মিউনিখকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে উঠল ইন্টার মিলান। প্রথম লেগে ইন্টার জিতেছিল ২-১ গোলে। গতকাল দ্বিতীয় লেগের ম্যাচে কেউ হারেনি। ২-২ ড্র হওয়া ম্যাচ শেষে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে সেমিফাইনালের টিকিট পেয়েছে ইতালিয়ান ক্লাবটি। প্রথম লেগের ফলাফলেই কপাল পুড়েছে বায়ার্ন মিউনিখের।
বুধবার রাতে মিলানের সান সিরোতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগের প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই বায়ার্নকে এগিয়ে দেন ইংলিশ তারকা হ্যারি কেইন। কিন্তু এই সুখ স্থায়ী হয়নি বেশিক্ষণ। ৫৮ মিনিটে লাওতারো মার্তিনেজ গোল করলে আবারও দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় ইন্টার মিলান। ইন্টারের প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা পাঁচ ম্যাচে গোলের কীর্তি গড়লেন মার্তিনেজ।
৩ মিনিট পর ইন্টারকে এগিয়ে দেন বায়ার্নেরই সাবেক ডিফেন্ডার বেঞ্জামিন পাভার। ৭৬তম মিনিটে লড়াইয়ে আবার উত্তেজনা ফিরে আসে। কর্নারে হেডে ম্যাচে ২-২ সমতা টানেন এরিক ডায়ার। বায়ার্ন তখন এক গোলের ঘাটতিতে ছিল। একটি গোল পেতে তারা একের পর এক আক্রমণ চালায়। শেষ দিকে তো খেলা হয় ইন্টারের অর্ধেই। কিন্তু কিছুতেই কাজ হয়নি। ২-২ ড্র নিয়েই হতাশায় পুড়তে হয় বায়ার্নকে।
যাযাদি/ এসএম