বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান

যাযাদি ডেস্ক
  ০৭ মে ২০২৫, ১২:০৯
বার্সেলোনাকে হারিয়ে ফাইনালে ইন্টার মিলান
ছবি: সংগৃহীত

রোমাঞ্চকর একটি সেমিফাইনাল দেখল ফুটবল বিশ্ব। চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় লেগের সেমিতে বার্সেলোনাকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেল ইন্টার মিলান। প্রথম লেগ ৩-৩ গোলে ড্র হয়েছিল। এবারও ম্যাচের মূল সময় ৩-৩ গোলেই অমীমাংসিত থাকে। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে ডেভিড ফ্রাত্তেসির গোলে জিতে যায় ইন্টার। দুই লেগ মিলিয়ে ৭–৬ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল ইতালির ক্লাবটি।

মঙ্গলবার রাতে ইন্টারের মাঠ সান সিরোতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে লাওতারো মার্তিনেজ ও হাকান চালহানোয়লুর গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ে বার্সেলোনা।

কিন্তু দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে এরিক গার্সিয়া ও দানি ওলমো গোলে কাতালান ক্লাবটি ম্যাচে সমতা আনে। ৮৮ মিনিটে রাফিনিয়ার গোলে ৩–২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর অনেকেই তাদের অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখতে পাচ্ছিল।

এতো বছর পর এসে কোহলি জানালেন কেন ছেড়েছিলেন অধিনায়কত্বএতো বছর পর এসে কোহলি জানালেন কেন ছেড়েছিলেন অধিনায়কত্ব

কিন্তু না, যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন সেন্টারব্যাক ফ্রান্সেসকো আচেরবি। ম্যাচে ফের সমতা ফেরায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানে ইরানি স্ট্রাইকার মেহদী তারেমির পাস থেকে দারুণ এক গোলে ইন্টারকে এগিয়ে দেন ফ্রাত্তেসি। বার্সেলোনা আর জবাব দিতে পারেনি। উল্লেখ্য, ২৫ বছর বয়সী এই ফ্রাত্তেসির গোলেই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে তাদেরই মাঠে হারিয়েছিল ইন্টার।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে