মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

লিভারপুলের মাঠে আর্সেনালের ড্র

যাযাদি ডেস্ক
  ১২ মে ২০২৫, ১৩:০৭
লিভারপুলের মাঠে আর্সেনালের ড্র
ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে দুই গোলে এগিয়ে থেকেও জয় তুলে নিতে ব্যর্থ হয়েছে লিভারপুল। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে আর্সেনালের সাথে ২-২ গোলে ড্র করে অলরেড বাহিনী।

রোববার (১১ মে) নিজেদের মাঠ অ্যানফিল্ডে আর্সেনালকে আতিথ্য দেয় আর্নে স্লটের শিষ্যরা।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে লিভারপুল। প্রথমার্ধে দাপট দেখিয়ে কোডি গ্যাকপো ও লুইস দিয়াজের গোলে ২-০ ব্যবধানের লিড নেয় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করলে ব্যবধান কমায় আর্সেনাল। ৭০ মিনিটে গানারদের সমতায় ফেরান মিকেল মেরিনো। তবে ৯ মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে এই স্প্যানিশ মিডফিল্ডার মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দু’দলকে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে