শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলাদেশ কত পাচ্ছে?

যাযাদি ডেস্ক
  ১৫ মে ২০২৫, ১৭:৩৭
আপডেট  : ১৫ মে ২০২৫, ১৭:৫৩
টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলাদেশ কত পাচ্ছে?
টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের উচ্ছ্বাস: ফাইল ছবি

আগামী মাসেই শেষ হতে যাচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের চক্র। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তার আগে টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গতবারের তুলনায় যা দ্বিগুণেরও বেশি।

আইসিসি বৃহস্পতিবার জানিয়েছে ফাইনালে চ্যাম্পিয়ন দল পাবে ৩৬ লাখ মার্কিন ডলার। যা বাংলাদেশের টাকার অঙ্কে ৪৩ কোটি টাকার বেশি। আগের বছর চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছিল ১৬ লাখ মার্কিন ডলার।

1

রানার্সআপ দল এবার পাবে ২১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৬ কোটি টাকার বেশি। গতবছর দ্বিতীয় হওয়া ভারত পেয়েছিল ৮ লাখ মার্কিন ডলার।

এদিকে, শীর্ষ দুইয়ে জায়গা না পেলেও তৃতীয় স্থানে থেকে বড় অঙ্কের প্রাইজমানি পাচ্ছে ভারত যা ১.৪ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৭ কোটি টাকা)। চতুর্থ স্থান পাওয়া নিউজিল্যান্ড পাবে ১.২ মিলিয়ন ডলার (প্রায় সাড়ে ১৪ কোটি টাকা)। টেস্টের বৈশ্বিক এই আসরে অংশ নেওয়া সবগুলো দলের জন্যই থাকছে প্রাইজমানি।

পঞ্চম থেকে নবম পর্যন্ত অবস্থান করা দলগুলোর জন্যও রয়েছে প্রাইজমানি। ইংল্যান্ড পাচ্ছে ৯ লাখ ৬০ হাজার ডলার (প্রায় সাড়ে ১১ কোটি টাকা), শ্রীলংকা ৮ লাখ ৪০ হাজার ডলার (প্রায় সাড়ে ১০ কোটি টাকা) এবং সপ্তম হওয়া বাংলাদেশ দল পাচ্ছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকা।

অষ্টম হওয়া ওয়েস্ট ইন্ডিজ পাচ্ছে ৬ লাখ ডলার (প্রায় ৭ কোটি টাকা) এবং তলানিতে থাকা পাকিস্তান পাচ্ছে ৪ লাখ ৮০ হাজার ডলার, যা প্রায় পৌনে ৬ কোটি টাকা।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই ঘোষণা প্রসঙ্গে বলেন, ‘আমরা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খুবই আকর্ষণীয় তৃতীয় চক্র দেখলাম, যেখানে প্রতিযোগিতার একেবারে শেষ দিকে এসে ফাইনালিস্টদের নির্ধারণ করা গেছে।

‘এই চ্যাম্পিয়নশিপে বিভিন্ন দলের খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স দেখা গেছে, যার চূড়ান্ত পরিণতিতে দুটি ব্যতিক্রমী দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আমি নিশ্চিত যে লর্ডসের দর্শকরা এবং সারা বিশ্ব থেকে যারা খেলা দেখবেন তারা দারুণ ক্রিকেট উপভোগ করবেন। আইসিসির পক্ষ থেকে, আমি উভয় দলের খেলোয়াড়দের এই মর্যাদাপূর্ণ ম্যাচের জন্য তাদের প্রস্তুতিতে শুভকামনা জানাই।’

প্রসঙ্গত, আগের দুই চক্রে বাংলাদেশের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। ২০১৯-২১ মৌসুমে কোনো ম্যাচ না জিতে নবম হয়েছিল দলটি। ২০২১-২৩ মৌসুমে একটি জয় নিয়ে আবারও তলানিতে ছিল টাইগাররা।

তবে এবার কিছুটা উন্নতি হয়েছে। মোট ১২ ম্যাচ খেলে ৪টিতে জয় এসেছে বাংলাদেশের। পাকিস্তানের মাটিতে সিরিজ জিতে এসেছে তারা, যা এই চক্রে বড় অর্জন হিসেবে ধরা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে