শুক্রবার, ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত

যাযাদি ডেস্ক
  ১৫ মে ২০২৫, ২০:৩৩
পাকিস্তান সফরে সরকারের সবুজ সংকেত
ফাইল ছবি

পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে মে মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। ২৫ মে থেকে শুরু হওয়ার কথা ছিল টি২০ সিরিজটি। তবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত করে পুনরায় চালু করায় বাংলাদেশ সিরিজ দুই দিন পিছিয়ে নতুন করে সূচি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দুই ম্যাচের টি২০ সিরিজ খেলতে বুধবার দুই ভাগে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। শনিবার ও সোমবার শারজাহতে হবে ম্যাচ দুটি। সূচি অনুযায়ী, এরপর দুবাই থেকেই সরাসরি পাকিস্তানের যাওয়ার কথা লিটন কুমার দাসের দলের। তবে ভারত-পাকিস্তান সংঘাতের পর পাকিস্তান সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

1

তবে পাকিস্তান সিরিজে খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সবুজ সংকেত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সূচি অনুযায়ী আগামি ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত সিরিজটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পাক-ভারত সংঘাতের জেরে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ সপ্তাহখানেক পিছিয়ে দেওয়া হয়। যে কারণে বাংলাদেশ জাতীয় দলের পাকিস্তান সফরও পড়ে অনিশ্চয়তার মুখে।

এবার পাকিস্তান সিরিজে আলোর দেখা মিলেছে। পাকিস্তান সিরিজে খেলতে সবুজ সংকেত দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। তবে অনুমতির কাগজ এখনো বিসিবিতে আসেনি। এমন তথ্যই জানিয়েছেন বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।

ইফতেখার মিঠু বলেন, সরকারের পক্ষ থেকে কাগজ আসলে প্লেয়ারদের কাছে জিজ্ঞেস করবে বোর্ড। ক্রিকেটারদের পাকিস্তানে যেতে আপত্তি না থাকলে নির্ধারিত সময়েই সিরিজটি হবে বলেও জানিয়েছেন তিনি।

পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন এবং বিসিবির সূত্রে জানা গেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে পরিবর্তিত সূচি পাঠিয়েছে পিসিবি। সেখানে ২ দিন পিছিয়ে ম্যাচ শুরু করার প্রস্তাব দেয়া হয়েছে ২৭ মে। ২৯ মে এবং ১, ৩ আর ৫ জুন হবে বাকি ম্যাচগুলো। বাংলাদেশ রাজি হলে পূর্বের দুই ভেন্যু ফয়সালাবাদ আর লাহোরেই হবে সব ম্যাচ। সেই সঙ্গে প্রস্তুত রাখা হবে রাওয়ালপিন্ডিকেও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে