রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিসিবিতে ফের দুদকের অভিযান

ক্রীড়া ডেস্ক
  ১৭ মে ২০২৫, ১৭:১৬
আপডেট  : ১৭ মে ২০২৫, ১৭:২০
বিসিবিতে ফের দুদকের অভিযান
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে দুদকের সদস্যরা : ফাইল ছবি

তিন অভিযোগের বিষয়ে তদন্ত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্রিকেট বোর্ডে এ নিয়ে দ্বিতীয়বারের মতো অভিযান চালায় দুদক।

আজ শনিবার (১৭ মে) দুপুর ১টার দিকে দুদকের চার জনের একটি দল রাজধানীর মিরপুরে শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবি কার্যালয়ে প্রবেশ করেন।

1

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রিতে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গত ১৫ এপ্রিল অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের ঢাকা কার্যালয় থেকে তিন সদস্যের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। সেই ঘটনার এক মাস পেরোতেই আবারও বিসিবিতে হাজির দুদক।

যেসব অভিযোগ তদন্ত করা হচ্ছে, সেগুলো হলো— বিসিবির নানাবিধ আর্থিক দুর্নীতি, গঠনতন্ত্র ও তৃতীয় বিভাগ বাছাইয়ে দুর্নীতি।

এর আগে বিসিবিতে অভিযান শেষে দুদকের কর্মকর্তারা জানিয়েছিলেন, ‘মুজিববর্ষে বরাদ্দ ছিলো ১৫ কোটি টাকা। খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। তবে এখন পর্যন্ত ৭ কোটি টাকার ডকুমেন্টস দেখাতে পেরেছে বিসিবি। আর দুই কোটি টাকা মুখে খরচের কথা বলেছে। সবমিলিয়ে ১৯ থেকে ২০ কোটি টাকা লোপাটের প্রাথমিক আলামত পাওয়া গেছে।

তৃতীয় বিভাগ (ঘরোয়া প্রতিযোগিতা) বাছাইয়ে গত কয়েক বছর ২-৩টি দল অংশ নিতো। এবার নিয়েছে ৬০টি দল। এটা কি শুধুই এন্ট্রি ফি কমানোর জন্য নাকি অন্য কারণে, সেটা খতিয়ে দেখছে দুদক।’

এ ছাড়া বিপিএলের প্রথম ৮ আসরে টিকিট বিক্রি হয়েছিল ১৫ কোটি টাকা, আর একাদশতম আসরেই টিকিট বিক্রিতে আয় ১৩ কোটি টাকা। বিপিএল ও ঘরোয়া ক্রিকেটে কিছু গরমিল নিয়ে তদন্ত চলছে বলেও সেই সময় জানিয়েছিলেন দুদকের কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে