রোববার, ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

আমিরাতে দলের সঙ্গে যোগ দিলেন নাসুম

ক্রীড়া ডেস্ক
  ১৭ মে ২০২৫, ১৯:৩৩
আমিরাতে দলের সঙ্গে যোগ দিলেন নাসুম
ছবি: নাসুম আহমেদ

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচ চলাকালে বিসিবির জরুরি ডাক পেলেন নাসুম আহমেদ। বিসিবির জরুরি ডাকে নাসুম আহমেদ পৌঁছে গেছেন সংযুক্ত আরব আমিরাতে। তিন দিন ধরে দুবাই বিমানবন্দরে আটকে ছিলেন রিশাদ হোসেন ও নাহিদ রানা।

তাদের নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকায় বাঁহাতি স্পিনারকে ডেকে পাঠায় টিম ম্যানেজমেন্ট। জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। সিলেটে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে স্কোয়াডে ছিলেন নাসুম। প্রথম চার দিনের ম্যাচে খেলার সুযোগ হয়নি। ঢাকায় হয়তো দ্বিতীয় চার দিনের ম্যাচে সুযোগ পেতেন নাসুম।

1

বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু সংবাদ মাধ্যমকে জানালেন, বিশেষ পরিস্থিতিতে নাসুমকে পাঠাতে বাধ্য হয়েছেন তারা,‘ একটা পরিস্থিতির উদ্ভব ঘটায় আমরা ব্যাক-আপ হিসেবে নাসুমকে পাঠিয়েছিলাম। এখন সেটি সমাধান হয়ে গেছে। তাই ব্যাক-আপ প্রয়োজন পড়ছে না। নাসুমকে স্কোয়াডে যুক্ত করা হচ্ছে না।

সিরিজের প্রথম ম্যাচের পর আইপিএলে চলে যাবেন মুস্তাফিজুর রহমান। তার বদলি হিসেবে নাসুমকে রাখা হবে কি না, জানতে চাইলে প্রধান নির্বাচক বলেন,‘ আমরা এমনিতেই ১৬ জনের দল দিয়েছিলাম। মুস্তাফিজ চলে গেলেও ৪ জন পেসার থাকবে। তাই বদলি কাউকে প্রয়োজন পড়ছে না।’

এদিকে জাতীয় দলে একাধিক পেসার থাকলেও স্পিনার সংকট ছিল। রিশাদ যোগ দিতে পারবেন কি না, তা নিয়ে ছিল সংশয়। এই কারণে নাসুমকে উড়িয়ে নেওয়া হয়। শনিবার সকালে ৩৫টি টি২০ খেলা এই স্পিনারকে বেছে নিয়েছে দল। যদিও শেষ পর্যন্ত রিশাদ ও নাহিদ দলের সঙ্গী হয়েছেন। সব মিলিয়ে এখন স্কোয়াডের সদস্য সংখ্যা ১৭ জনে দাঁড়ালো।

আজ শনিবার (১৭মে) বাংলাদেশ সময় রাত ৯টায় শারজাতে প্রথম টি২০ খেলতে নামবে বাংলাদেশ দল। সেই ম্যাচ শুরুর ১২ ঘণ্টা আগে দলের সঙ্গী হয়েছেন নাসুম। যদিও তার আগেই দলের যোগ দিয়েছেন রিশাদ। শুক্রবার রাতে তিনি বিমানবন্দর থেকে দলের সঙ্গী হন। সবকিছু মিলিয়ে শেষ মুহূর্তে স্পিনার হিসেবে কে একাদশে থাকেন, সেটিই এখন দেখার বিষয়!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে