দুর্দান্ত দাপট দেখিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল। প্রথম শিরোপা জয়ের পথে প্রতিপক্ষ স্বাগতিক ভারত অনূর্ধ্ব-১৯।
সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসরের ফাইনালে আগামীকাল রোববার (১৮ মে) শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ভারত। অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।
২০২২ সালের ফাইনালে ভারতের বিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল বাংলাদেশের যুবাদের। ফয়সাল-আশিকদের সামনে তাই প্রতিশোধ নেওয়ার দারুণ এক সুযোগ।
যদিও ঘরের মাঠ হওয়ায় এগিয়ে থাকবে ভারত। তবু, লাল-সবুজের প্রতিনিধিদের পিছিয়ে রাখার কোনো কারণ নেই। গ্রাপ পর্ব থেকে সরাসরি ফাইনালে। শক্তিশালী ভারতের মতো বাংলাদেশও হারেনি কোনো ম্যাচ।
ছয় আসরে এটি বাংলাদেশের চতুর্থ ফাইনাল। আগের তিনবারই ম্যাচ শেষে মলিন মুখে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশের যুবাদের। এদিক থেকে ভারতের ভাগ্য সুপ্রসন্ন। তিনবার ফাইনাল খেলে প্রতিবারই বিজয়ী হয়েছে তারা। বাংলাদেশের মতো তাদেরও এটি চতুর্থ ফাইনাল। ফাইনালের অজেয় যাত্রা এবারও ধরে রাখতে চাইবে বøæ আর্মিরা।
ম্যাচ যে এত সহজ হবে না, সেটি জানেন ভারত কোচ বিবিয়ানো ফার্নান্দেজ। ম্যাচের আগে আজ শনিবার (১৭ মে) সংবাদ সম্মেলনে ফার্নান্দেজ বলেন, ‘আমরা এবারের আসরে বাংলাদেশের বিপক্ষে এখনও খেলিনি। কিন্তু, তাদের খেলা দেখেছি এবং জানি তারা কতটা অসাধারণ। তাদের কিছু খেলোয়াড় আছে, যারা সেমিতে দারুণ খেলেছে। বাংলাদেশকে সমীহ করি। আমরাও তৈরি ফাইনালে নিজেদের সর্বোচ্চ দিতে।’
অপরদিকে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘ফাইনালে সবসময়ই বাড়তি উন্মাদনা কাজ করে। টুর্নামেন্টের শেষ ম্যাচ এটি, তাইতো দুদলই চাইবে জিততে। আমরা এখানে আমাদের কাজটা করতে এসেছি। শিরোপাটা বাড়ি নিয়ে যেতে চাই।’