বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২

নতুন সূচিতে যেখানে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ

যাযাদি ডেস্ক
  ২১ মে ২০২৫, ০৯:৩৬
নতুন সূচিতে যেখানে হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের দৃশ্য

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নির্ধারিত সময়ে শুরু হবে না, সেটি জানা গেছে আগেই। গুঞ্জন ছিল ম্যাচের সংখ্যা কমতে পারে।

ক্রিকেটভিত্তিক পাকিস্তানি ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান মঙ্গলবার (২০ মে) জানিয়েছে, বাংলাদেশ-পাকিস্তান আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ হবে তিনটি।

1

সিরিজে ম্যাচ কমার পাশাপাশি কমেছে ভেন্যুর সংখ্যা।

লাহোর ও রাওয়ালপিন্ডির দুই ভেন্যুতে খেলা হওয়ার কথা থাকলেও নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে কেবল লাহোরে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের লড়াইয়ে নামবে দুদল।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বিসিবি সম্মত হয়েছে সিরিজে ম্যাচ সংখ্যা কমাতে।

কবে থেকে ম্যাচ শুরু হবে, সেই ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পূর্ব সূচি অনুসারে, ২৫ মে প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা থাকলেও সেদিন পিএসএলের ফাইনাল হওয়ায় স্বাভাবিকভাবেই তা পিছিয়েছে।

পিসিবির পক্ষ থেকে বিসিবিকে ইতোমধ্যে নতুন সূচি পাঠানো হয়েছে। ২৭ অথবা ২৮ মে হতে পারে প্রথম ম্যাচ।

বাংলাদেশ দল এখন আছে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও বাড়ানো হয়েছে একটি ম্যাচ।

সিরিজটি এখন পরিণত হয়েছে তিন ম্যাচে। দুই ম্যাচ শেষে ১-১ এ সমতা আছে। প্রথমটি বাংলাদেশ জেতার পর দ্বিতীয়টিতে স্বাগতিক আরব আমিরাত বাংলাদেশকে হারিয়েছে ইতিহাস গড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে