কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা আইানশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা বুধবার ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও রেহেনুমা তারান্নুম।
এতে বক্তব্য রাখেন ইউএনও রেহেনুমা তারান্নুম, প্রাথমিক শিক্ষা অফিসার আকবর আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, কলেজ অধ্যক্ষ আমিনুর রহমান রিজু, স্কুল প্রধান শিক্ষক মোর্শেদ আলম, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক ইউনুছ আলী আনন্দ, মাহবুব হোসেন সরকার লিটুসহ বিজিবি কমান্ডার, আনসার ভিডিপি কমান্ডার ও কাজী।
সভায় উপস্থিত সকলের মতামতে মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, সীমান্তে পুশইন ঠেকানো, বাল্য বিয়ে প্রতিরোধ, শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীণ কোচিং বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতির জন্য অভিভাবক সমাবেশ, বাজারে অটোরিকশা প্রবেশ বন্ধ, বাজারের ফুটপাত দখল করে ব্যবসা বন্ধ, নির্দিষ্ট স্থানে অটোরিকশা স্ট্যান্ড করানোসহ নানা পজেটিভ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সভা শেষে সকলে মিলে ফুলবাড়ী উপজেলা সদর বাজারের বিভিন্ন রাস্তার পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট সরে নেওয়ার আহবান জানানো হয়।
এছাড়াও বাজারের সড়কে যত্রতত্র পার্কিং করা অটোরিকশা গুলোকে বাজার থেকে নির্দিষ্ট দুরে রাখার আহবান ও স্ট্যান্ডের জায়গা নির্ধারণ করা হয়। এসব আহবানে সাড়া না দিলে আইনি প্রক্রিয়ায় জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে।