নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক বনানী বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আরিফুল ইসলাম সরদার,
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুন মুন জাহান লিজা, নেত্রকোনা সদর সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন শেখ শাহরিয়ার জামান,
নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা বিনতে রফিক, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহ নেওয়াজ, জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ম.কিবরিয়া চৌধুরী হেলিম প্রমুখ।