চলতি মৌসুমের পর আর ইউরোপের সফলতম ক্লাবটির জার্সিতে দেখা যাবে না তাদের সাফল্যের কারিগরকে। ৩৯ বছর বয়সি মিডফিল্ডার বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানান, আসছে ক্লাব বিশ্বকাপে খেলে রিয়ালের হয়ে ১৩ বছরের পথচলার ইতি টানবেন তিনি।
গত কয়েক মৌসুম ধরেই এক বছর করে মদ্রিচের চুক্তির মেয়াদ বাড়িয়ে আসছিল রিয়াল। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছিল, অভিজ্ঞ এই খেলোয়াড়কে আগামী মৌসুমেও রাখতে চান রেয়ালের সম্ভাব্য নতুন কোচ শাবি আলোন্সো। তবে সেটা হচ্ছে না।
লা লিগার শেষ রাউন্ডে আগামী শনিবার সান্তিয়াগো বার্নাবেউয়ে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে খেলবে রিয়াল মাদ্রিদ। প্রিয় এই আঙিনায় এটাই হবে মদ্রিচের শেষ ম্যাচ।
২০১২ সালে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রেয়ালে নাম লেখান মদ্রিচ। ক্রমেই দলটির মিডফিল্ডে তিনি হয়ে ওঠেন সবচেয়ে নির্ভরযোগ্যদের একজন। মাদ্রিদের ক্লাবটিতে রেকর্ড ৬টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি লা লিগা, ৫টি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন তিনি।
রিয়াল অধ্যায়েই তিনি জেতেন সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার- ২০১৮ সালের ব্যালন দ’র। একই বছরে দা বেস্ট ফিফা মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ড, ২০১৭-১৮ মৌসুমে উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের খেতাবও পান তিনি। রিয়ালের জার্সিতে ৫৯০ ম্যাচে তার গোল ৪৩টি।