“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্য নিয়ে ভূমি সংক্রান্ত জনসচেতনতা বাড়ানো, ভূমি সেবার ডিজিটালাইজেশন এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদানের গুরুত্ব সম্পর্কে নাগরিকদের অবহিত করতে ময়মনসিংহের গফরগাঁওয়ে আয়োজন করা হয় ভূমি মেলা।
রোববার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা ভূমি অফিস প্রঙ্গণে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে । স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয় ।
এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ থেকে উপজেলা সহকারী কমিশনার ভূমি আমির সালমান রনির নেতৃত্বে একটি র্যালী বের করা হয় ।
র্যালিটি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভূমি ব্যবস্থাপনাবিষয়ক সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেয়। এতে শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রেলীতে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি।
সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি বলেন, নাগরিকদের মধ্যে কর প্রদানের অভ্যাস তৈরি না হলে ভূমি ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এখন ঘরে বসেই ভূমি উন্নয়ন কর প্রদান করা যাচ্ছে। এই সুবিধা সম্পর্কে সবাইকে জানাতে হবে।” ভূমি সেবা কে প্রান্তিক এলাকায় পৌঁছে দেয়ার লক্ষ্যেই এই ভূমি মেলা। এই মেলার মাধ্যমে গ্রামেগঞ্জের অনেক মানুষ উপকৃত হবে।
মেলায় উপস্থিত নাগরিকরা সরাসরি ভূমি কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য ও পরামর্শ গ্রহণ করেন। এ ছাড়া ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প এর সহায়তায় প্রদর্শিত হয় তথ্যচিত্র এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভূমি অফিসে এ মেলায় অংশ নেয়।