পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে ব্যাপক পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সাম্প্রতিক সময়ে দলের ব্যর্থতা এবং সমর্থকদের চাপের প্রেক্ষিতে নতুন মৌসুম শুরুর আগে দলে যুক্ত করা হয়েছে অভিজ্ঞ আন্তর্জাতিক কোচদের।
অস্ট্রেলিয়ার সাবেক পেসার অ্যাশলি নফকেকে নিয়োগ দেওয়া হয়েছে দলের নতুন বোলিং কোচ হিসেবে। তিনি অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট এবং বিগ ব্যাশ লিগের ব্রিসবেন হিটের সঙ্গে কাজ করেছেন।
এছাড়া ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ কোচ হানিফ মালিককে ব্যাটিং কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে। তরুণ ব্যাটারদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার, এবং তিনি টেকনিক্যাল দিক দিয়ে অত্যন্ত দক্ষ কোচ হিসেবে পরিচিত।
এর আগে, মাইক হেসনকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি। আর এই রদবদলের অংশ হিসেবে সহকারী কোচ আজহার মাহমুদকে কোচিং স্টাফ থেকে সরিয়ে দিয়েছে পিসিবি।
সাবেক এই অলরাউন্ডার বেশ কয়েক বছর ধরে বিভিন্ন ভূমিকায় দলের সঙ্গে যুক্ত ছিলেন। তার কোচিংয়ে কিছু সাফল্য এলেও, পিসিবি নতুন নেতৃত্বের অধীনে ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে।