বুধবার, ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সামির শাউদ হলেন ব্রাজিল ফুটবলের নতুন সভাপতি

ক্রীড়া ডেস্ক
  ২৬ মে ২০২৫, ১৬:১৭
সামির শাউদ হলেন ব্রাজিল ফুটবলের নতুন সভাপতি
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নতুন সভাপতি সামির শাউদ

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সামির শাউদ। রোববার (২৫ মে) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১৪৩টি ভোটের মধ্যে ১০১টি পেয়ে বিজয়ী হন। রিও ডি জেনেইরোর একটি আদালতের আদেশে আগের সভাপতি এদনালদো রদ্রিগেজকে অপসারণের পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

সামির শাউদ রোরাইমা রাজ্য ফুটবল ফেডারেশনের সভাপতি এবং একজন চিকিৎসক। আর এই নির্বাচনে তিনি ছিলেন একমাত্র প্রার্থী। তিনি রাজ্য ফুটবল ফেডারেশনগুলোর জোরালো সমর্থন পেয়েছেন। নিজের অভিষেক বক্তৃতায় শাউদ বলেন, ‘আমরা সিবিএফে একটি নতুন অধ্যায় শুরু করেছি। আমাদের প্রশাসন হবে নতুন চিন্তা-ভাবনা ও ক্রীড়ার পূর্ণ বিকাশে উৎসর্গীকৃত।

1

আর এই নির্বাচন অনুষ্ঠিত হয় ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ কার্লো আনচেলত্তিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার এক দিন আগে।

এর আগে, এদনালদো রদ্রিগেজ ২০৩০ সাল পর্যন্ত পুনর্র্নিবাচিত হওয়ার একটি চুক্তি আদালত বাতিল করে দেয়। এই চুক্তিতে সাবেক সভাপতি আন্তোনিও কার্লোস নুনেস দে লিমার স্বাক্ষর জালিয়াতির অভিযোগ ওঠে, যা নিয়ে মামলা হয়। আদালত রদ্রিগেজকে অপসারণ করে ফার্নান্দো সারনিকে অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবে দায়িত্ব দেন।

চলতি সপ্তাহের শুরুতে রদ্রিগেজ তার পদ থেকে অপসারণের বিরুদ্ধে আপিল প্রত্যাহার করে নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে