বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মুকসুদপুরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

মুকসুদপুর প্রতিনিধি
  ২৮ মে ২০২৫, ০৯:৫৬
মুকসুদপুরে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত
মুকসুদপুরে দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫” অনুষ্ঠিত

গোপালগঞ্জের মুকসুদপুরে দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫” অনুষ্ঠিত হয়েছে।

২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়ন ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় এই অনুষ্ঠান আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

1

২৭ মে মঙ্গলবার সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার উপ-পরিচালক আব্দুল কাদের সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম আক্তার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুনমুন সাহা।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দীন শেখ।

তিনি PARTNER প্রকল্পের আওতায় কৃষকের দক্ষতা উন্নয়ন, পুষ্টি ও উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষি খাতের টেকসই রূপান্তরের গুরুত্ব তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা বিএডিসি কর্মকর্তা মেহেদী হাসান, মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডিজিএম মো: তুষার আহম্মেদ, উপজেলা সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম এবং মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশাররফ হোসেন, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আয়েশা সিদ্দিকী, মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফিন মুক্তা, রিপোর্টাস ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক বাদশা মিয়া, দৈনিক দিনকালের মুকসুদপুর প্রতিনিধি মো: মিন্টু শরীফ, চ্যানেল A1 এর মুকসুদপুর প্রতিনিধি মো: ওয়াসিম মিয়া।

অনুষ্ঠানে বিভিন্ন ফিল্ড স্কুলের কৃষক সদস্যদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

দিনব্যাপী আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও কৌশলগত পরিকল্পনার মধ্য দিয়ে ফিল্ড স্কুল কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা হয়।

অনুষ্ঠানটি ছিল কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ উদ্যোক্তা সৃষ্টিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। PARTNER প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও দারিদ্র্য নিরসনের পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে