বরিশাল বাকেরগঞ্জে রঙ্গশ্রী ইউনিয়নের কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় সাধারণ মানুষের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মাদকবিরোধী মতবিনিময় সভা করেছেন বাকেরগঞ্জ থানা পুলিশ ।
মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা ৬টায় কালিগঞ্জ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা শাহিন জোমাদ্দারের সঞ্চালনায় ও বাজার ব্যবসায়ী বাবুল মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর সভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আনিসুর রহমান আলিম জোমাদ্দার।
ব্যবসায়ী আনোয়ার হোসেন জোমাদ্দার, হারুন অর রশিদ খান, ব্যাবসায়ী তাপস দত্ত,কমল সাহা, ও কালিগঞ্জ বাজারের ব্যবসায়ীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় সহস্রাধিক মানুষ এই মতবিনিময় সভায় যোগ দেন। মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
বাকেরগঞ্জ থানা পুলিশের মতবিনিময় সভায় চোর ডাকাত ও মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান ব্যাবসায়ীরা এবং মহাসড়কে পাশে বিভিন্ন বাজারে রাত্রিকালীন পাহারা জোরদার করতে ওসির সহযোগিতা কামনা করেন। প্রধান অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ আইন শৃঙ্খলা সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান এবং বাকেরগঞ্জ উপজেলার মাদক সন্ত্রাস, চুরি ডাকাতি ও যেকোনো ধরনের অপরাধের তথ্য দিয়ে থানা পুলিশ কে সহযোগিতা করতে সকলের প্রতি অনুরোধ জানান।
তিনি আরো বলেন, আগে কে কি পদক্ষেপ গ্রহণ করেছে তা জানতে চাই না তবে আমি বাকেরগঞ্জ থানায় যোগদানের পর আপ্রাণ চেষ্টা করছি অপরাধের বিরুদ্ধে সাধারণ মানুষ কে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে ও থানা পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে। প্রয়জনে আমি ও আমার পুলিশ সদস্যগন নির্ঘুম রাত কাটাব তবুও সাধারণ মানুষের সান্তি বিনষ্ট হতে দেবো না। ওসি আবুল কালাম তার সরকারি মোবাইল নম্বর সকলকে দিয়ে বলেন যেকোনো অপ্রীতিকর ঘটনার সাথে সাথে আমাকে জানাবেন অবশ্যই দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো। মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা নবাগত অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের যোগদানের পর সেবার মান ও সাধারণ মানুষের পাশে থেকে অপরাধ নির্মূলের তৎপরতার ভূয়সি প্রশংসা করেন ও তার সকল ভালো কাজের পাশে থাকতে প্রত্যয় ব্যক্ত করেন।