স্প্যানিশ লা লিগায় রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ করে ইতোমধ্যেই ব্রাজিলে পৌঁছে গেছেন কার্লো আনচেলত্তি। সেলেসাওদের হয়ে আনুষ্ঠানিকভাবে সোমবার (২৬ মে) দায়িত্ব গ্রহণ করে আনচেলত্তি বলেছেন, বিশ্বের সেরা দলকে নেতৃত্ব দেওয়া তার জন্য গর্বের ও সম্মানের বিষয়।
৬৫ বছর বয়সি এই ইতালিয়ান কোচকে আনুষ্ঠানিকভাবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পরিচয় করিয়ে দেওয়া হয়। যদিও পরিচয় পর্বের তেমন কোন প্রয়োজন আসলে নেই এই কিংবদন্তি কোচের।
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে গত চার বছর দায়িত্ব পালন করা আনচেলত্তি দলটির হয়ে তিনবার চ্যাম্পিয়ন্স লিগ এবং দুইবার লা লিগা জিতেছেন। এছাড়া এসি মিলানকে দুইবার ইউরোপ চ্যাম্পিয়ন করেছেন, চেলসির সঙ্গে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ, প্যারিস সেন্ট জার্মেইনের সঙ্গে ফ্রেঞ্চ লিগ এবং বায়ার্ন মিউনিখের সঙ্গে জিতেছেন জার্মান লীগ শিরোপা। একমাত্র কোচ হিসেবে জিতেছেন শীর্ষ পাঁচ লিগের শিরোপা।
সংবাদ সম্মেলনে হেক্সা জয়ের মিশন নিয়ে আনচেলত্তি বলেন, ‘আমার সামনে বড় একটি চ্যালেঞ্জ। আমি আনন্দিত। আমি সবসময় ব্রাজিল দলের সঙ্গে একটি বিশেষ বন্ধন অনুভব করেছি। আমরা আবার ব্রাজিলকে বিশ্বচ্যাম্পিয়ন করতে কাজ করব।
ব্রাজিল ৫ জুন ইকুয়েডরের মাঠে এবং ১০ জুন সাও পাওলোতে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। গত মার্চে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলের লজ্জাজনক পরাজয়ের পর বরখাস্ত হওয়া দোরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হলেন কার্লো আনচেলত্তি।
ব্রাজিলের সাবেক কোচের সঙ্গে নতুন কোচ