বুধবার, ২৮ মে ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ

চ্যালেঞ্জ লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল আবাহনী

ক্রীড়া ডেস্ক
  ২৭ মে ২০২৫, ২০:২৩
চ্যালেঞ্জ লিগে খেলার আশা বাঁচিয়ে রাখল আবাহনী
 শেষ ম্যাচে সহজ জয়ে লিগে দ্বিতীয় হয়েছে আবাহনী-ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে এবার ২৩ বছর পর ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে। পেশাদার লিগে তাদের প্রথম শিরোপা জেতার পর অপেক্ষা ছিল কে হয় রানার্সআপ। মূলত আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের মধ্যে লড়াই চলে। তবে শেষ হাসি আরেক ঐতিহ্যবাহী আকাশি-নীল জার্সিধারীদের।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৭ মে) ব্রাদার্সকে ৩-০ গোলে হারায় আবাহনী। এমেকা ওহবাহ-পাপন সিংদের একাধিক প্রচেষ্টা পোস্টে প্রতিহত না হলে আরও বড় ব্যবধানে জিততে পারত মারুফুল হকের দল। এদিওে এই জয়ে আবাহনী পঞ্চমবারের মতো রানার্সআপ হয়েছে। কিংস অন্য ম্যাচে ওয়ান্ডারার্সকে হারিয়েও তৃতীয় হয়েছে।

1

লিগে ১৮ ম্যাচে আবাহনী ১০টি জয় ৫ ড্র ও ৩ হারে ৩৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। সমান ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন পঞ্চম হারে আগের ২৭ পয়েন্ট নিয়ে পঞ্চম হয়েছে। রানার্সআপ হয়ে আবাহনীর সামনে এখন এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার স্বপ্ন। যদি চ্যাম্পিয়ন মোহামেডান ক্লাব লাইসেন্সিং পুরোপুরি পূরণ করতে না পারে তাহলে মারুফুল হকের দল আবাহনী সুযোগ পাবে এএফসির আসরে। মোহামেডানের ক্লাব লাইসেন্স ‘প্রক্রিয়াধীন’ থাকায় আবাহনী ও বসুন্ধরা কিংসের শেষ রাউন্ডের ম্যাচ হয়ে উঠেছিল গুরুত্বপূর্ণ। এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখার সমীকরণ অবশ্য সহজ ছিল আবাহনীর জন্য। ড্র হলেই চলত, তবে জিতেই তা মিলিয়ে নিয়েছে ঐতিহ্যবাহী দলটি।

দ্বিতীয় স্থানে থেকে ২০২৪-২৫ মৌসুমের লিগ শেষ করতে কিংসের জন্য কেবল জয়ই যথেষ্ট ছিল না, আবাহনীকেও হারতে হতো ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। শেখ মোরসালিনের হ্যাটট্রিকে নিজেরা জিতলেও, অন্য ম্যাচের ফল পক্ষে না আসায় তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করল ভ্যালেরি তিতের দল।

কুমিল্লা স্টেডিয়ামে আজ আবাহনী ম্যাচে দাপট দেখিয়েছে। ম্যাচের ২৪ মিনিটে আবাহনী এগিয়ে যায়। এনামুল গাজীর সঙ্গে ওয়ান টু ওয়ান করে বক্সের বাইরে থেকে ডান পায়ের জোরালো মাপা শটে জাল কাঁপান। গোলকিপার বলের লাইনে ঝাঁপালেও নাগাল পাননি।

৪০ মিনিটে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে অল্পের জন্য গোল হজম করেনি ব্রাদার্স ইউনিয়ন। ৪৫ মিনিটে এমেকার কাটব্যাক থেকে সতীর্থ একজনের দুর্বল শট এক ডিফেন্ডার ক্লিয়ার করলে সমর্থকরা হতাশ হন। বিরতির পর ব্রাদার্সকে ঘুরে দাঁড়াতে দেয়নি আবাহনী। তার আগেই ব্যবধান দ্বিগুণ করে আবারও এগিয়ে যায়।

৫০ মিনিটে এমেকার শট বারে লেগে ফিরে আসে। এর আগে ক্রসবারে লেগে ফিরে এসেছিল তার শট। সেই ধারাবাহিকতায় পাপ্পুর হাতে লেগে বাইরে যাওয়া বল থেকে কর্নারে ভাগ্য আবার খুলে যায় আবাহনীর সামনে। শাহরিয়ার ইমনের কর্নারে সতীর্থের শট ঠিকমতো গোলকিপার তালুবন্দি করতে পারেননি, ফিরতি বলে সামনে থাকা রাফায়েল দারুণ হেডে ব্যবধান দ্বিগুণ করে ব্রাদার্সকে আরও পেছনে ফেলে দেন।

৮৬ মিনিটে শাহরিয়ার ইমনের কাটব্যাক থেকে মিরাজুল ইসলামের প্লেসিং করে তৃতীয় গোল উপহার দেন। তাতে চূড়ান্ত সর্বনাশ গোপিবাগের দলটির। শেষ পর্যন্ত পঞ্চমবারের মতো রানার্সআপ হয়ে মাঠ ছাড়ে আবাহনীর খেলোয়াড়রা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে