শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

বিসিবির কোচিং প্যানেলে যুক্ত হলেন  নাজিমউদ্দিন

ক্রীড়া ডেস্ক
  ০৩ জুলাই ২০২৫, ১৯:৪২
বিসিবির কোচিং প্যানেলে যুক্ত হলেন  নাজিমউদ্দিন
জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ নাজিমউদ্দিন 

একটা সময় টি২০ ক্রিকেটে বাংলাদেশ দলের নিয়মিত সদস্য ছিলেন ডানহাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাজিমউদ্দিন। সবশেষ ২০১২ সালে দেশের হয়ে খেলেছিলেন। এরপর বেশ কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে নিয়মিত ছিলেন নাজিমউদ্দিন। তবে গত কয়েক বছর ধরে কাজ করছিলেন কোচ হয়ে। এবার কোচ হিসেবে বিসিবির সঙ্গে যুক্ত হলেন।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের হয়ে বয়সভিত্তিক দলে কাজ করার সুযোগ পেলেন নাজিমউদ্দিন। আজ বৃহস্পতিবার (৩ জুলাই) চিঠিও পেয়েছেন হাতে। পরে সংবাম মাধ্যমকে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘হ্যাঁ কোচ হিসেবে বিসিবিতে জয়েন করেছি, চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক দলের।

যখন কন্ডিশনিং ক্যাম্প বা অন্য কিছু হবে তখন সেখানে কাজ করব। চট্টগ্রাম বিভাগের ১১ টি জেলা রয়েছে অর্ধেক আমি এবং অর্ধেক মুমিন ভাই কাজ করবেন।’

কাজের পরিধি নিয়ে নাজিমউদ্দিন বলেন, ‘এখন দেখি আমাদের কাজ থাকবে অনূর্ধ্ব ১৪, অনুর্ধ্ব ১৬ ক্রিকেটারদের বাছাই করা। আমার অধীনে যে জেলাগুলো থাকবে সেখানে আমি প্রধান কোচ থাকব। নোবেল ভাইয়ের জায়গায় মূলত আমি জয়েন করেছি।’

বিসিবিতে কাজ করতে পারা নিয়ে নাজিমউদ্দিন জানালেন, ‘হ্যাঁ অবশ্যই বিসিবিতে কাজ করার লক্ষ্য তো প্রত্যেকটা কোচের থাকে। আমারও তেমনটাই ছিল দেশের জন্য কাজ করবো। বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করব। আমি একজন সাবেক ক্রিকেটার এখন বিসিবিতে কোচ হিসেবে যুক্ত হয়েছি। চেষ্টা করব নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর।’

নিজের কাজে সৎ থাকার বিষয় নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে চান না নাজিমউদ্দিন, ‘রুট লেভেলে যারা থাকবে তাদের নিয়ে আমি কাজ করব। এখন যারা জুনিয়র আছে ওদের বেসিকটা যাতে স্ট্রং হয় সেটাই আমার লক্ষ্য থাকবে। নিজের সততা ধরে রাখা সব থেকে বড় কাজ। যারা দলে আসার যোগ্য তারা যেন সুযোগ পায়। সেই চেষ্টা করবো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে