ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষত আকাশে হামলা প্রতিহত করার প্রযুক্তি নিয়ে দুই রাষ্ট্রনেতার আলোচনা হয়েছে। এক দিন আগেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন ট্রাম্প। কিন্তু যুদ্ধ থামানোর বিষয়ে ইতিবাচক কোনও সমাধান সেখান থেকে উঠে আসেনি। তার পরেই জ়েলেনস্কির সঙ্গেও ট্রাম্প কথা বললেন। তাৎপর্যপূর্ণভাবে, শুক্রবার (আমেরিকার সময়) এই আলোচনার পরেই শনিবার রাশিয়ায় নতুন করে হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। বোমা ফেলা হয়েছে রুশ বিমানঘাঁটি লক্ষ্য করে। ইউক্রেনের সেনা বিবৃতি দিয়ে এই হামলার কথা জানিয়েছে।
ইউক্রেন সেনার বিশেষ বাহিনী জানিয়েছে, রাশিয়ার ভরোনেজের প্রদেশে বোরিসোগ্লেব্স্ক সামরিক বিমানঘাঁটিতে শনিবার হামলা চালানো হয়েছে। ওই ঘাঁটির গ্লাইড বম্বের গুদামে এবং একটি প্রশিক্ষণরত বিমানে বোমা পড়েছে। এ ছাড়াও আরও কয়েকটি বিমানে বোমা পড়েছে বলে দাবি ইউক্রেন সেনার। তবে
সে সবের বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। বলা হয়েছে, রাশিয়ার এই বিমানঘাঁটিতেই রয়েছে এসইউ-৩৪, এসইউ-৩৫এস এবং এসইউ-৩০এসএম বিমান। যা ইউক্রেনে হামলা চালাতে ব্যবহার করা হয়। ইউক্রেনের হামলার পর ভরোনেজের গভর্নর আলেকজান্ডার গুসেভ জানান, ইউক্রেন থেকে ছোড়া ২৫টি ড্রোন রুশ বাহিনী ধ্বংস করেছে। হামলার কারণে কিছু এলাকায় সাময়িক ভাবে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছিল। তবে বিমানঘাঁটি সম্পর্কে তিনি কোনও মন্তব্য করতে চাননি।