মা হওয়ার ক্ষেত্রে বয়স এখন বাধা হয়ে দাঁড়ায় না। বিয়ে না করেও একাই সন্তান সুখ উপভোগ করতে চান বহু মহিলা।
সেই পথেই এবার হাঁটলেন জনপ্রিয় অভিনেত্রী। একা মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। জানা গেছে, অভিনেত্রী নাকি ছ’মাসের অন্তঃসত্ত্বা।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৪০-এ এসে মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রামান্না। বেছে নিয়েছেন আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতি।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিয়ের কথা আমি কখনও ভেবেই উঠেতে পারিনি। তাই মা হওয়ার ক্ষেত্রেও আমাকে অন্য পথের কথা ভাবতে হয়েছে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে একা নারীদের মাতৃত্বের স্বাদ নিতে বাধা দিয়েছে আইন। কিন্তু সেই আইনে বদল আসার পরেই আমি সিদ্ধান্ত নিই— আমার মা হওয়ার সময় এটাই।
সঙ্গে সঙ্গে আইভিএফ ক্লিনিকে যাওয়া শুরু করি। আমি অবিবাহিত একা জানতে পেরে বহু চিকিৎসক প্রথমদিকে আমাকে ফিরিয়ে দিয়েছিলেন। কিন্তু অবশেষে আমি মা হতে পারছি, অসংখ্য ধন্যবাদ যারা আমার পাশে আছেন।