লিভারপুল ও পর্তুগালের তরুণ ফরোয়ার্ড দিয়েগো জোটার আকস্মিক মৃত্যুতে হতভম্ব ক্রীড়া বিশ্ব। বৃহস্পতিবার স্পেনে গাড়ি দুর্ঘটনায় তিনি ও তার ছোট ভাই আন্দ্রে সিলভাও নিহত হয়েছেন। দুই ফুটবলারের অকাল প্রয়ানে শোক প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
ফিফা ক্লাব বিশ্বকাপেও তাদের মৃত্যু প্রভাব ফেলেছে, বিশেষ করে সৌদি ক্লাব আল হিলালে শোকের ছায়া নেমেছে। কারণ ক্লাবটিতে খেলেন জোটার পর্তুগাল জাতীয় দলের সতীর্থ রুবেন নেভেস ও জোয়াও কানসেলো।
জোটার মৃত্যুর খবর যুক্তরাষ্ট্রে বসে পেয়েছেন নেভেস ও কানসেলো। আজ শুক্রবার (৪ জুলাই) অরলান্ডোতে ফ্লুমিনেন্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে খেলবে আল হিলাল। তার আগে বন্ধুর আকস্মিক চলে যাওয়ার ঘটনায় শোকে মুহ্যমান তাদের দুই ফুটবলার, যার প্রভাব পড়েছে পুরো দলের ওপর। ক্লাব কোচ সিমন ইনজাঘি ব্যাপারটি লুকাননি।
সংবাদ সম্মেলনে আল হিলাল কোচ বললেন, ‘আমরা সবাই জানি, দিয়েগো ও আন্দ্রের এমন মৃত্যুতে আজ খুবই দুঃখের দিন। এমনটা কখনও ঘটা উচিত নয়। আমরা সবাই এই ট্রাজেডি সম্পর্কে জানি। আমাদের দুই পর্তুগাল খেলোয়াড় আছে রুবেন নেভেস ও জোয়াও কানসেলো, যারা তাদের বন্ধু ছিল।’
তিনি আরও বললেন, ‘আমাদের সবার জন্য আজকের দিনটা খুব কঠিন। আমরা একইভাবে কাজ করার চেষ্টা করছিলাম, কিন্তু পরিবেশ ছিল ভিন্ন। এটা খুবই মর্মন্তুদ ঘটনা।’
ক্লাব বিশ্বকাপের আরেক কোয়ার্টার ফাইনালিস্ট চেলসিতেও আছেন জোতার জাতীয় দলের সতীর্থ পেদ্রো নেতো। কোচ এনজো মারেসকা পালমেইরাসের বিপক্ষে খেলার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি নেতোর ওপর ছেড়ে দিয়েছেন। ক্লাব বিশ্বকাপে তিন ম্যাচে তিন গোল করা এই ফরোয়ার্ড গত মাসে নেশন্স লিগ জয়ে জোটার সঙ্গে খেলেছেন। ক্যারিয়ারের শুরুতে তারা একসঙ্গে খেলেছেন উলভারহ্যাম্পটনেও।