কলম্বোয় স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ভালো শুরুর পরও হেরেছিল সফরকারী বাংলাদেশ দল। যেখানে বড় দায় মিডল অর্ডার ব্যাটসম্যানদের। ব্যর্থদের এই তালিকায় ছিলেন লিটন কুমার দাসও। প্রথম ম্যাচে রান না পাওয়া লিটনকে আজ শুক্রবার (৪ জুলাই) অনুশীলনে দেখা যায়নি।
কলম্বোতে আজ শুক্রবার অনুশীলন করেছে টাইগাররা। ওয়ানডে স্কোয়াডে থাকা সব ক্রিকেটারই অনুশীলনে ছিলেন। দেখা যায়নি শুধু লিটনকে। ঠিক কি কারণে অনুশীলনে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সেটা অবশ্য জানা যায়নি।
লিটন না থাকলেও এদিন অনুশীলন করেছেন রিশাদ হোসেন। অসুস্থ থাকার কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি এই লেগ স্পিনার। তবে দ্বিতীয় ওয়ানডের আগে তিনি সুস্থ হয়ে উঠেছেন। আগামী ম্যাচে তাকে একাদশে দেখা যেতে পারে।
সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতোমধ্যে এগিয়ে গেছে শ্রীলংকা। আর তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। অন্যদিকে শ্রীলংকা আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত হবে লংকানদের।