শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

আগামীকাল বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই

ক্রীড়া ডেস্ক
  ০৪ জুলাই ২০২৫, ২০:৪১
আগামীকাল বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই
বাংলাদেশ-শ্রীলংকা ওয়ানডে ম্যাচের দৃশ্য-ফাইল ছবি

ভয়াবহ ব্যাটিং ধ্বসে প্রথম ওয়ানডেতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে বড় ব্যবধাণে হেরেছিল সফরকারী বাংলাদেশ দল। ২৪৫ রানের বিপক্ষে ঝড়ের গতিতে শুরু করে আবার দমকা হাওয়ায় মিলিয়ে গেছে টাইগাররা। ফলে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে হেরে পিছিয়ে পড়েছে সফরকারীরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টিকে থাকার লড়াই। আগামীকাল শনিবার (৫ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

ব্যাটিংয়ের সমস্যা চিরায়ত। কলম্বোয় সেটিই ভুগিয়েছে বাংলাদেশকে। ৫ রানে ৭ উইকেট খুইয়ে ম্যাচ হেরেছে ৭৭ রানে। চারদিকে বইছে সমালোচনার ঝড়। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে আজ শুক্রবার (৪ জুলাই) সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান তামিম দিলেন ব্যাটসম্যানদের ভালো করার বার্তা।

তানজিদ তামিম বলেন, ‘এখানকার উইকেট নতুন ব্যাটারদের জন্য কঠিন থাকে। একটাই বার্তা থাকবে সবার প্রতি। যারা নতুন ব্যাটার হিসেবে যাবে, তাদের উচিত সময় নিয়ে ব্যাট করা। যারা উইকেটে সেট থাকবে, তাদের শেষ পর্যন্ত খেলার চেষ্টা করতে হবে ম্যাচটা বের না হওয়া পর্যন্ত।’

একই ভেন্যুতে শ্রীলংকার কাছে প্রথম ম্যাচে ৭৭ রানে হেরেছে বাংলাদেশ। নিজেদের ইনিংসে ২৬ বলে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে লজ্জার হার নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। দলের এমন অবিশ্বাস্য ব্যাটিং ধস ক্রিকেটারদের পাশাপাশি ভক্তদেরও হতাশ করেছে।

ব্যাটিং ধসের ঘটনা নিয়ে বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ বলেন, ‘আমি ড্রেসিংরুমে কফি খাচ্ছিলাম এবং হঠাৎ করেই পাঁচ উইকেট পড়ে গেল। আশা করি, পরের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াব এবং সবাই ভুল থেকে শিক্ষা নেবে।’

শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ২৪৫ রানের টার্গেটে ১ উইকেটে ১০০ রান তুলে ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। এরপর ২৬ বলে ৫ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ম্যাচ হারে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর রান আউট দিয়ে টাইগাদের ব্যাটির ধস শুরু হয়।

এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ৫৮ ম্যাচ খেলে মাত্র ১২টি জিতেছে বাংলাদেশ। ৪৪টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

ওয়ানডেতে নিজেদের সর্বশেষ সাত ম্যাচের সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। গত বছর আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে হারা সিরিজে সর্বশেষ জয় পেয়েছিল টাইগাররা। ঐ সিরিজের শেষ ম্যাচে হারের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা তিন ওয়ানডে এবং এ বছর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হারে তারা।

টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবার পর শ্রীলংকার কাছে হারে বাংলাদেশ।

শ্রীলংকার মাটিতে বাংলাদেশের ওয়ানডে রেকর্ড হতাশাজনক। ২৫ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয়, ২১টিতে হার ও ২টি পরিত্যক্ত হয়েছে। সর্বশেষ ২০১৯ সালে শ্রীলংকার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

পক্ষান্তরে, সর্বশেষ পাঁচ সিরিজের চারটিতেই জিতেছে শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ জিতে আরও একটি সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্য থাকবে লংকানদের।

প্রথম ম্যাচে বাংলাদেশের ঝড়ো শুরুর পর হাল ছাড়েনি শ্রীলংকা। মাথা ঠাণ্ডা রেখে নিজেদের কাজ করেছে। লংকান কোচ সনাৎ জয়াসুরিয়া সংবাদ সম্মেলনে এসে জানালেন সেই কথা।

জয়াসুরিয়া বলেন, ‘বাংলাদেশকে আমরা যেভাবে চাপে রেখেছিলাম (প্রথম ম্যাচে), সেটি আমাদের জন্য টার্নিং পয়েন্ট হয়েছে। তারা দ্রুত রান তুলেছে। কিন্তু আমরা চিন্তিত হইনি। নিজেদের কাজটা করে গিয়েছি। আগামীতেও তা করে যাব।’

বাংলাদেশ ওয়ানডে দল : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটওয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে