বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ভারতে প্রথমবার একদিনে আক্রান্ত অর্ধলাখ

যাযাদি ডেস্ক
  ৩১ জুলাই ২০২০, ০০:০০
ভারতে প্রথমবার একদিনে আক্রান্ত অর্ধলাখ

প্রত্যন্ত গ্রামাঞ্চলে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারতে প্রথমবারের মতো একদিনে করোনাভাইরাস শনাক্ত রোগী অর্ধলাখ ছাড়িয়েছে। দেশটির সরকার বিধি-নিষেধ শিথিল করে সবকিছু সচল করার পরিকল্পনা ধীরে ধীরে যখন বাস্তবায়ন করছে, তখন মহামারিতে সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। সংবাদসূত্র : এনডিটিভি, এবিপি নিউজ

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৫২ হাজার ১২৩ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত প্রায় ১৬ লাখের কাছাকাছি। এছাড়া একই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭৭৫ জন; এ নিয়ে মোট মৃতু্য ৩৫ হাজারের কাছাকাছি।

রাজধানী দিলিস্ন, মুম্বাইয়ের মতো শহরগুলোতে সংক্রমণ কমতে শুরু করেছে বলে দেখা গেলেও গ্রামীণ এলাকায় তীব্র হচ্ছে করোনার হানা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, প্রত্যন্ত এলাকায় করোনার প্রকোপ বৃদ্ধি পেলে দুর্বল স্বাস্থ্য-ব্যবস্থার মাধ্যমে তা মোকাবিলা করা অসম্ভব।

বর্তমানে বিশ্বে যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পর তৃতীয় সর্বোচ্চ সংক্রমণ ভারতে। প্রায় সমান জনগোষ্ঠী থাকলেও এই দেশটিতে আক্রান্তের সংখ্যা চীনের চেয়ে প্রায় ২০ গুণ বেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে