শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ত্রিপুরার পৌর ভোটে ৩২৯ আসনে জয় বিজেপির

ম যাযাদি ডেস্ক
  ২৯ নভেম্বর ২০২১, ০০:০০

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তীব্র বিরোধের মধ্যে অনুষ্ঠিত স্থানীয় রাজ্য পৌর নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। গত ২৫ নভেম্বর অনুষ্ঠিত এই নির্বাচনের ফল রোববার ঘোষণা করা হয়েছে। সংবাদসূত্র : এনডিটিভি

ভোট গণনায় ত্রিপুরার ২২২ আসনে অনুষ্ঠিত পৌরসভার ভোটে রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি ২১৭টিতে জয় পেয়েছে। এছাড়া সিপিএম পেয়েছে তিনটি, স্থানীয় রাজনৈতিক দল তিপরা মোঠা একটি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, এবারই প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের বাইরের কোনো নির্বাচনে প্রার্থী দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস মাত্র একটি আসনে জয় পেয়েছে। নির্বাচনে মাত্র এক আসনে জয় পাওয়ার পর তৃণমূল কংগ্রেস বলেছে, এটা মাত্র শুরু।

গত বৃহস্পতিবার আগরতলা পৌরসভা, ছয়টি নগর পঞ্চায়েত, সাতটি পৌর পরিষদ মিলিয়ে মোট ৩৩৪ আসনে নির্বাচন হয়েছে ত্রিপুরায়। এর মধ্যে ১১২টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির প্রার্থীরা জয়ী হয়েছেন। ভোটে বিজেপির প্রার্থীরা ২১৭টি আসনে জয় পেয়েছেন। এর ফলে মোট ৩২৯টি আসনে বিজেপি জয় লাভ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে