করোনা মহামারি ও সামরিক অভু্যত্থানের ফলে গত বছর মিয়ানমারে চাকরি হারিয়েছেন ১৬ লাখ মানুষ। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) শুক্রবার এ তথ্য জানিয়েছে। সংবাদসূত্র :আল-জাজিরা
অভু্যত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপরই দেশটির কৃষি, অবকাঠামো, তৈরি পোশাক, টু্যরিজম ও হসপিটালিটি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এতে ২৭ থেকে ৩১ শতাংশ চাকরি কমে যায় দেশটিতে।
জাতিসংঘের সংস্থাটি জানায়, চলমান সশস্ত্র সংঘাত, সহিংসতা ও অনিরাপত্তার কারণে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে গ্রামীণ কৃষকের ওপর। দেশটিতে বেড়েছে বাস্তুচু্যতের সংখ্যা, কমেছে জীবিকা।
কাজের সময় ও চাকরি কমে যাওয়ায় অসামাঞ্জস্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে নারীরা। জানা গেছে, গার্মেন্ট, পর্যটনসহ সেবা খাতে যারা চাকরি হারিয়েছে অধিকাংশই নারী।
আইএলও জানায়, সামরিক অভু্যত্থানের এক বছর পার হয়ে গেলেও মিয়ানমারের শ্রমবাজার এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে।
মিয়ানমারে নিযুক্ত আইএলওর কর্মকর্তা ডংলিন লি বলেন, সামরিক অভু্যত্থান ও করোনা মহামারিতে লাখ লাখ শ্রমিক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়েছে। দিন দিন দেশটিতে শ্রমবাজারের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে।
Copyright JaiJaiDin ©2022
Design and developed by Orangebd