চীনের একটি কারখানায় চলতি মাসে অ্যাপলের আইফোন উৎপাদন ৩০ শতাংশ পর্যন্ত কমতে পারে। করোনা বিধিনিষেধ পালনে কড়াকড়ি আরোপের ফলে বিশ্বের অন্যতম বৃহৎ এই কারখানায় আইফোন উৎপাদনে এই প্রভাব পড়তে যাচ্ছে। বিষয়টির সঙ্গে সরাসরি সম্পৃক্ত একজন গত সোমবার রয়টার্সকে এ কথা জানিয়েছেন।
ফক্সকন নামের এই উৎপাদনকারী প্রতিষ্ঠান কাগজে-কলমে হোন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি কো. লিমিটেড হিসেবে পরিচিত। তথ্যটি গোপনীয় হওয়ায় নাম না প্রকাশ করার শর্তে ওই ব্যক্তি বলেন, ঘাটতি মেটাতে তারা শেনঝেন শহরের আরেকটি কারখানায় উৎপাদন বাড়াতে কাজ করে যাচ্ছেন।
মূল কারখানাটি মধ্যচীনের ঝেংঝাউয়ে অবস্থিত। এখানে দুই লাখ কর্মী কর্মরত। করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণ নিয়ে মতবিরোধের জেরে এই কারখানায় ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়। গত সপ্তাহের শেষ দিকে কয়েকজন কর্মী কারখানা থেকে পালিয়ে যান।