শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

দিলিস্নতে বন্ধ হয়ে গেল আফগান দূতাবাস

যাযাদি ডেস্ক
  ০২ অক্টোবর ২০২৩, ০০:০০
দিলিস্নতে বন্ধ হয়ে গেল আফগান দূতাবাস

দিলিস্নর আফগান দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। দূতাবাসের কর্মীদের অভিযোগ, মোদি সরকারের কাছ থেকে সাহায্য না পাওয়ার কারণে দূতাবাস বন্ধ করতে বাধ্য হয়েছেন তারা। এরপর রাষ্ট্রদূত ও অন্যান্য শীর্ষস্থানীয় কূটনীতিকরা আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশে চলে গেছেন। সেখানে তারা রাজনৈতিক আশ্রয় পেয়েছেন। সংবাদসূত্র : এনডিটিভি

শনিবার রাতে এক বিবৃতিতে বলা হয়েছে, 'অত্যন্ত পরিতাপের বিষয়, দিলিস্নতে আফগান দূতাবাস বন্ধ করে দিতে হচ্ছে। আমাদের অনুরোধ, এর আগে ভারত সরকারের কাছে জমা দেওয়া চার দফা যেন গুরুত্বের সঙ্গে দেখা হয়। বিশেষ করে দূতাবাস প্রাঙ্গণে যেন আফগানিস্তানের পতাকা ওড়াতে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হয় এবং কাবুলের ভবিষ্যৎ বৈধ সরকারের কাছে দূতাবাসের সব কিছু যেন হস্তান্তর করা হয়।'

কাবুলের বর্তমান তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। কিন্তু কাবুলে ভারতসহ ১২টি দেশের দূতাবাস এখনো চালু রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে