মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ফকিরাপুলে পুলিশকে গুলির ঘটনায় সাভার থেকে অস্ত্র উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
  ০১ জুলাই ২০২৫, ১০:৩৯
ফকিরাপুলে পুলিশকে গুলির ঘটনায় সাভার থেকে অস্ত্র উদ্ধার
ছবি : যায়যায়দিন

রাজধানীর ফকিরাপুলে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় গত শনিবার বাপ্পী ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হকসহ তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এবার বাপ্পীর দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

৩০ জুন দিবাগত রাতে সাভারের রেডিও কলোনি এলাকায় বাপ্পীর ভাড়া বাসা থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ডিএমপি জানায়, রাজধানীর ফকিরাপুলে ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি করার ঘটনায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী বাপ্পীর দেওয়া তথ্যের ভিত্তিতে সাভারের রেডিও কলোনি এলাকায় তাঁর ভাড়া বাসা থেকে আরও দুটি ৭ দশমিক ৬৫ এমএম বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, ৬৭টি গুলি ও একটি হাতকড়া উদ্ধার করা হয়েছে।

এর আগে গত শনিবার রাতে যশোর জেলার ঘোপ নওয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী বাপ্পী ওরফে মো. আলী ওরফে ফিরোজ আলম ওরফে আহসানুল হক এবং তাঁর সহযোগী আবু খালিদ সাইফুল্লাহ ওরফে বোমা রিপন ও মো. কামরুল হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিভর্তি ম্যাগজিনসহ ১৫১টি গুলি উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে