বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

মার্কিন রণতরিতে হুতির ক্ষেপণাস্ত্র হামলা

যাযাদি ডেস্ক
  ৩০ জানুয়ারি ২০২৪, ০০:০০
মার্কিন রণতরিতে হুতির ক্ষেপণাস্ত্র হামলা

জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন সেনা নিহতের ঘটনায় সৃষ্ট তেহরান-ওয়াশিংটনের তীব্র উত্তেজনার মাঝে এডেন উপসাগরে আমেরিকার একটি রণতরিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। রোববার সন্ধ্যার দিকে মার্কিন ওই রণতরিকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। তবে এই ঘটনায় রণতরির কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়েছে কি-না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তথ্যসূত্র : বিবিসি

হুতির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে বলেছেন, ইরান-সমর্থিত গোষ্ঠীটির নৌ-সেনারা মার্কিন রণতরি 'ইউএসএস লুইস বি পুলারে' ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর পঞ্চম নৌবহরকে সহায়তা করার লক্ষ্যে রণতরিটি মোতায়েন রয়েছে।

তিনি বলেছেন, নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি হুতির সমর্থনের সিদ্ধান্ত পুনরায় নিশ্চিত এবং ইয়েমেনের সুরক্ষার অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। তবে এডেন উপসাগরে রণতরি উএসএস লুইস বি পুলারে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন সামরিক বাহিনী।

গত নভেম্বরের মাঝামাঝি সময় থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে বাণিজ্যিক ও নৌ-বাহিনীর জাহাজ লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতিরা। গাজা উপত্যকায় ইসরাইলের সঙ্গে হামাসের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরাইলি ও মার্কিন জাহাজে হামলা চালাচ্ছে ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি।

এদিকে, শুক্রবার এডেন উপসাগরে হুতিদের নিক্ষেপ করা একটি জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি চালিয়ে ভূপাতিত করেছে মার্কিন রণতরি 'ইউএসএস কার্নি ডেস্ট্রয়ার'। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক বিবৃতিতে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জানানো হয়েছে।

এছাড়াও শনিবার লোহিত সাগরে ব্রিটিশ রণতরি এইচএমএস ডায়মন্ড একটি ড্রোনে গুলি চালিয়ে ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে