বুধবার, ০৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

রাশিয়ার নতুন বোমা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করছে

যাযাদি ডেস্ক
  ১১ মার্চ ২০২৪, ০০:০০
রাশিয়ার নতুন বোমা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করছে

রাশিয়ার নতুন বোমা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। এর ফলে যুদ্ধে রাশিয়া সুবিধাজনক অবস্থানে চলে গেছে।

সোভিয়েত আমলের বোমাকে গস্নাইডিং বোমায় রূপান্তর করেছে রাশিয়া। নতুন বোমাটি ১৫ মিটার চওড়া একটি গর্ত সৃষ্টি করতে পারে।

নতুন এই বোমার নাম 'এফএবি-১৫০০'। দেড় টন ওজনের বোমাটি ভূমি থেকে ৬০-৭০ কিলোমিটার উচ্চতায় যুদ্ধবিমান থেকে ফেলা যায়। এই উচ্চসীমা অনেক ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষার সীমার বাইরে।

দোনেৎস্ক অঞ্চলের যুদ্ধক্ষেত্রের সাম্প্রতিক ভিডিওগুলো এই বোমার বিপুল শক্তিকে চিত্রিত করেছে। কারণ, এই বোমাগুলো তাপবিদু্যৎ কেন্দ্র, কারখানা এবং টাওয়ার বস্নকগুলোকে আঘাত করেছে।

যুদ্ধাস্ত্র সম্পর্কে অভিজ্ঞ জোসেফ ট্রেভিথিক বলেন, এই বোমাটি 'রাশিয়ার অনেক কৌশলগত যুদ্ধবিমানগুলো জন্য একটি নতুন এবং অনেক বেশি ধ্বংসাত্মক অস্ত্র, যা পাইলটদের শত্রম্ন প্রতিরক্ষা থেকে আরও দূরে থাকতে সহায়তা করে। তথ্যসূত্র : বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে