নেত্রকোনা জেলায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে ভিডিপি অ্যাডভান্স কোর্সের সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম। বিমেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্রা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেরিনা কাদের শেলী, মদন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কর্মকর্তা রীমি ফেরদৌসী, কলমাকান্দা উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল আওয়াল।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বলেন, এ প্রশিক্সণ অত্যন্ত গুরুত্বপূর্ন একটি প্রশিক্ষণ। প্রশিক্ষণ গ্রহনের মাধ্যমে প্রশিক্ষনার্থীরা আর্থসামাজিক উন্নয়ন, নিরাপত্তা বিষয়ক সচেতনতা, বেকারত্ব দূর করার জন্য উদ্যেক্তা হওয়ার কর্মকৌশল সম্পর্কে ধারনা লাভ করে এবং অস্ত্র চালনাসহ বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের দিকগুলো সম্পর্কে সম্যক ধারনা লাভ করে। তারা এই প্রশিক্ষণ শেষে বাংলাদেশ আনসার বাহিনী কর্র্তৃক বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। নির্বাচনের সময় ডিউটি, পূজা চলাকালীন সময়ে ডিউটি ও দেশের যে কেনো দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য হিসেবে তারা কাজ করার সুযোগ পায়। বেকারত্ব দূর করার জন্য আনসার ওভিডিপি উন্নয়ন ব্যাংক হতে সহজ শর্তে ঋন দেওয়া হয়। যেন তারা স্বাবলম্বী হতে পারে।
এছাড়াও প্রশিক্ষণ কৃতিত্বপূর্ন সাফল্য অর্জনের জন্য প্রশিক্ষণাথর্ীৃদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। উল্লেখ্য, ২৮ দিন মেয়াদী এ প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার ৮০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।