রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ইসরাইলি হামলায় গাজায় হাজারের বেশি মসজিদ ধ্বংস

যাযাদি ডেস্ক
  ১১ মার্চ ২০২৪, ০০:০০
ইসরাইলি হামলায় গাজায় হাজারের বেশি মসজিদ ধ্বংস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সামরিক বাহিনীর নির্বিচার হামলায় গত পাঁচ মাসে এক হাজারের বেশি মসজিদ ধ্বংস হয়েছে। গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় গাজায় এসব মসজিদ ধ্বংস হয়েছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। তথ্যসূত্র : আল-জাজিরা

গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে ১৯৫২ সালে নির্মিত একটি মসজিদকে গত মাসে লক্ষ্যবস্তু বানায় ইসরাইলি বাহিনী। 'আল-হুদা' নামের এই মসজিদটি ইসরাইলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ওই এলাকার বৃহত্তম মসজিদগুলোর মধ্যে অন্যতম ছিল এই মসজিদটি।

আল-হুদা মসজিদে দেড় হাজারের বেশি মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারতেন। এছাড়া সেখানে বড় একটি গ্রন্থাগারও ছিল। হামলায় ধ্বংস হয়ে যাওয়া এই মসজিদের স্থানে বর্তমানে সীমিত সংখ্যক মুসলিস্ন নামাজ আদায় করেন। ফিলিস্তিনি মুসলমানরা পবিত্র রমজান মাসের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারা আল-হুদা মসজিদে নামাজের জন্য জমায়েত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

রাফাহ শহরের একজন বাসিন্দা বলেন, 'মুসলিস্নদের নামাজ আদায়ের ব্যবস্থা করার জন্য স্বেচ্ছাসেবীরা সেখানে ছোট একটি জায়গা তৈরি করেছেন। এতে আমাদের ধর্মীয় আচার পালন করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে