বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

রবী ঠাকুরের জন্মবার্ষিকীতে রূপসায় ৩দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা

রূপসা (খুলনা) প্রতিনিধি
  ০৬ মে ২০২৫, ২০:৫৮
রবী ঠাকুরের জন্মবার্ষিকীতে রূপসায় ৩দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা
ছবি: যায়যায়দিন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ৩দিন ব্যাপী আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার অনুষ্ঠানের আয়োজন করেছেন খুলনা জেলা প্রশাসন। তবে অনুষ্টান সফল করার লক্ষ্যে সার্বিক সহযোগিতা করছেন রূপসা উপজেলা প্রশাসন। রবী ঠাকুরের পিতৃপুরুষের বাসস্থান রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগের কুশারী বাড়িতে ৮ মে বিকাল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং বিকাল ৫ টা হতে রাত ৮ টা পযর্ন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানের দ্বিতীয়দিন ৯মে বিকাল ৪টায় আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। এছাড়া বিকাল সাড়ে ৫টা হতে রাত ৮টা পযর্ন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বিভিন্ন শিল্পীদের গানের মাধ্যমে।

সমাপনি অনুষ্ঠান ১০ মে জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হবে। এদিন থাকবে খুলনা বেতারের জনপ্রিয় শিল্পীদের গানের অনুষ্ঠান ও স্থানীয় শিল্পীদের গানের কোলাহল। অনুষ্ঠানের শুরুতেই রবী ঠাকুরের জীবনী ও তার আদর্শ নিয়ে আলোচনা করবেন বিভাগীয়, জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও ব্যাপক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হবে বিশ^ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। ইতিমধ্যেই অনুষ্ঠান সফল করার লক্ষে সকল কাজ শেষের পথে। অনুষ্ঠানে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগন, সুধীজন ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, এ ‘ফোর’ সাইজের কাগজে স্বহস্তে লিখিত রচনা ৮ মে, ২০২৫ তারিখ বেলা ১১টার মধ্যে বাংলাদেশ শিশু একাডেমি খুলনা জেলা কার্যালয়ে জমা দিতে হবে। লিখিত রচনার প্রথম পাতায় প্রতিযোগির নাম, বাবা ও মার নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি ও মোবাইল নম্বর লিখতে হবে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক শিশুদের প্রতিযোগিতা শুরুর ২০ মিনিট পূর্বে উপস্থিত হয়ে নাম নিবন্ধন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে