বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২
ভারতের উত্তরপ্রদেশ

হোলির আগে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হলো ৯ মসজিদ

যাযাদি ডেস্ক
  ২৬ মার্চ ২০২৪, ০০:০০
হোলির আগে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হলো ৯ মসজিদ
হোলির আগে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হলো ৯ মসজিদ

ভারতের উত্তরপ্রদেশে হোলি উৎসবের আগে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বেশ কয়েকটি মসজিদ। একটি বা দুটি নয়, ৯টি মসজিদ এভাবে ঢেকে ফেলা হয়েছে। প্রশাসন দাবি করেছে, বিশৃঙ্খলা এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে হোলিকে কেন্দ্র করে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেজন্যও সতর্ক রয়েছে প্রশাসন। তথ্যসূত্র : এনডিটিভি, টাইমস অব ইনডিয়া হোলির আগে কর্তৃপক্ষের এই পদক্ষেপকে কেন্দ্র করে সমালোচনার ঝড় উঠেছে। তবে যোগী আদিত্যনাথের প্রশাসনের দাবি, হোলি উৎসবের দিন মসজিদগুলোর দেওয়ালে যাতে রঙ না লাগে, তার জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, গত শুক্রবার মসজিদের ইমামদের সঙ্গে বৈঠক করা হয়। সম্প্রীতি নষ্ট করার জন্য কোনোভাবেই যেন মসজিদগুলোর দিকে লক্ষ্য করে কিছু ছোঁড়া না হয়, তা নিশ্চিত করতে ত্রিপল শিট দিয়ে আগেভাগে ঢেকে দেওয়া হয়েছে মসজিদগুলো। এ ছাড়া 'রাম বরাত যাত্রা'র সময় মিছিলের দুই পাশে পর্যাপ্ত পুলিশ থাকবে। এ ছাড়া শাহজাহানপুরে হোলি যাত্রার আগে সব মসজিদ পস্নাস্টিকের শিট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, মিছিলের রুটের পাশে অবস্থিত মসজিদগুলো পস্নাস্টিকের চাদরে আবৃত করা হয়েছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহজাহানপুরের আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। উত্তরপ্রদেশ প্রশাসন সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, আলিগড় ও সম্বল জেলার ৯টি জায়গায় মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এদের মধ্যে আলিগড়ে রয়েছে দুটি মসজিদ। একটি রয়েছে সবজি মান্ডি এলাকায়। অন্যটি রয়েছে দিলিস্ন গেট এলাকায়। পাশাপাশি সম্বল জেলায় সাতটি মসজিদ একইভাবে ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, হোলিকে কেন্দ্র করে যাতে কোনোরকম অশান্তি না ছড়ায় সেজন্য স্পর্শকাতর এলাকায় ফ্ল্যাগ মার্চ করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে