বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণপাড়ায় সমলয় চাষাবাদের মাধ্যমে ধান কাটা উদ্বোধন

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ১৬:২৮
ব্রাহ্মণপাড়ায় সমলয় চাষাবাদের মাধ্যমে ধান কাটা উদ্বোধন
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সমলয় চাষাবাদের মাধ্যমে ধান কাটা উদ্বোধন করা হয়: ছবি যায়যায়দিন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটার উদ্বোধন করা হয়েছে। রবি মৌসুমে বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের (synchronize cultivation) ব্লক প্রদর্শনী স্থাপনের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত থেকে এ ধান কাটার উদ্বোধন হয়।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের আয়োজনে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ি পশ্চিম সংলগ্ন মাঠে ব্রি ধান-৯২ এর ফসল কাটা হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানার সভাপতিত্বে ও শশীদল ব্লকের উপ-সহকারি কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. গোলাম মোস্তফার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান।

এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মুখলেছুর রহমান, সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল মান্নান, কৃষক মো. সুমন মিয়াসহ কৃষাণ-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা বলেন, সমলয় চাষাবাদের মাধ্যমে ব্রিধান-৯২ এর ফসল ভালো হয়। কৃষকদের এ ধান চাষে উদ্বুদ্ধ করতে কৃষি অফিস কাজ করে যাচ্ছে।

যাযাদি/এল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে