সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

খারকিভে ফের রুশ ক্ষেপণাস্ত্র হামলা, একজন নিহত

যাযাদি ডেস্ক
  ২৯ মার্চ ২০২৪, ০০:০০
ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবন

ইউক্রেন জানিয়েছে, রাশিয়া বুধবার আবারও ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তাদের আক্রমণের ফলে খারকিভের আবাসিক এলাকায় বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, পাঁচতলা একটি বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এই বাড়িতে মানুষ বসবাস করছিলেন। রাশিয়ার হামলার ফলে একজন মারা গেছেন এবং ১২ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজন শিশু। শহরের মেয়র জানিয়েছেন, রাশিয়া নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, রাশিয়া যুদ্ধবিমান থেকে বোমা ফেলেছে। তথ্যসূত্র : এপি, এএফপি, রয়টাস

পুলিশের তদন্তকারী বিভাগের প্রধান বলভিনভ বলেছেন, ২০২২ সালের পর থেকে এই প্রথমবার খারকিভে এভাবে আক্রমণ চালাল রাশিয়ার যুদ্ধবিমান। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি উত্তর-পূর্বের শহরে গিয়ে যুদ্ধরত সেনাদের সঙ্গে দেখা করেন। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, 'আমি ট্রেঞ্চে (পরিখা) গেছি, অবসারভেশন পোস্টে গেছি। আমরা আমাদের প্রতিরক্ষা আরও মজবুত করছি।' তিনি ১১৭তম সেপারেট টেরিটোরিয়াল ব্রিগেডের কমান্ডারদের সঙ্গে বৈঠক করেন। সেনাদের সঙ্গে কথা বলেন। যুদ্ধাস্ত্র দেখেন। তিনি সেনার প্রতি কৃতজ্ঞতা জানান।

জেলেনস্কি বলেছেন, 'ইউক্রেনের সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার জন্য আপনাদের ধন্যবাদ। আমি আপনাদের ও আপনাদের পরিবারের সুস্বাস্থ্য কামনা করি। আমরা বিজয়ী হবো। আমাদের ভবিষ্যৎ এই যুদ্ধের ওপর নির্ভর করছে।'

আরও ক্ষেপণাস্ত্র চায় ইউক্রেন : রাশিয়ার বিমান-হামলার মোকাবিলা করার জন্য আরও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চায় ইউক্রেন। পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, রাশিয়া এখন খুব বেশি করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। সেগুলো অত্যন্ত দ্রম্নতগতিতে লক্ষ্যে গিয়ে আঘাত করছে। ফলে মানুষ নিরাপদ জায়গায় যাওয়ার সময় পাচ্ছে না। তাই ক্ষয়ক্ষতিও বাড়ছে। তিনি বলেছেন, প্যাট্রিয়ট ও অন্য ক্ষেপণাস্ত্র থাকলে মানুষের জীবন বাঁচানো সম্ভব।

গত ১৮ থেকে ২৪ মার্চ রাশিয়ার সেনা ১৯০টি বিভিন্ন ধরনের রকেট, ১৪০টি ড্র্রোন, ৭০০টি গাইডেড বোমা ব্যবহার করেছে। কুলেবা বলেছেন, ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অনেকটা ওপরে উঠে যায়, এরপর সোজা নিচে নেমে আসে। এগুলো হলো খুবই বিপজ্জনক। জেলেনস্কিও জানিয়েছেন, 'রাশিয়ার আক্রমণের মোকাবিলায় তাদের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে