শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বকেয়া করের অঙ্ক সাড়ে তিন হাজার কোটি রুপি কংগ্রেসের

যাযাদি ডেস্ক
  ০১ এপ্রিল ২০২৪, ০০:০০
বকেয়া করের অঙ্ক সাড়ে তিন হাজার কোটি রুপি কংগ্রেসের

ভারতের আয়কর বিভাগ শনিবার হাত শিবিরকে আরও দুই নোটিশ পাঠিয়েছে। সব মিলিয়ে বকেয়া করের অঙ্ক যেটা আয়কর বিভাগ দেখাচ্ছে, সেটা রীতিমতো চোখ কপালে তোলার মতো। কংগ্রেসের দাবি, এ পর্যন্ত সব মিলিয়ে মোট তিন হাজার ৫৬৭ কোটি রুপি জরিমানা দাবি করেছে আয়কর বিভাগ। তথ্যসূত্র : এবিপি নিউজ

গত শুক্রবারই প্রায় এক হাজার ৭০০ কোটি রুপির আয়কর নোটিশ পেয়েছে কংগ্রেস। ২০১৪-১৫ এবং ২০১৬-১৭ অর্থ বছরের জন্য এক হাজার ৭৪৫ কোটি রুপি জরিমানা দিতে হবে। এর আগে ১৯৯৪-৯৫, ২০১৭-১৮ থেকে ২০২০-২১ অর্থবছরের জন্য আয়কর নোটিশ পাঠানো হয়েছিল। সেই অঙ্কটা ছিল প্রায় এক হাজার ৮০০ কোটি। ফলে সব মিলিয়ে মোট তিন হাজার ৫৬৭ কোটি রুপি জরিমানা দিতে বলা হয়েছে কংগ্রেসকে।

লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আর তিন সপ্তাহ বাকি। এর আগে পরপর আয়কর নোটিশে চাপে কংগ্রেস। এমনিতেই দলের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে রেখেছে আয়কর বিভাগ। ভোটের আগে এই বিপুল জরিমানা মেটাতে হলে 'হাত শিবির' অর্থের অভাবে ভোটে লড়তে পারবে কিনা, সেটা নিয়েই সংশয় তৈরি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে