বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

মোটরসাইকেল চালক নিহত, আহত ২

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ১৭:২৭
আপডেট  : ০৮ মে ২০২৫, ১৭:৩৫
মোটরসাইকেল চালক নিহত, আহত ২
ছবি: যায়যায়দিন

রংপুরের মিঠাপুকুরে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী নিহত এবং তার সঙ্গে থাকা অপর দু'জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার ৮-মে সকালে ঢাকা-রংপুর মহাসড়কের বলদিপুকুর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বড়দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ, মনিরুজ্জামান, যায়যায়দিনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বগুড়া থেকে একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাতিজির বিয়ে উপলক্ষে ভোরের কোনো একসময়ে বগুড়া থেকে রওয়ানা হন।

পথিমধ্যে মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর রুপালি ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা এক যুবককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেন।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কুড়িগ্রামের নাগেশ্বরী থানার নাখেরগন্জ গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে মোতালেব হোসেন (৪২) নিহত হন। অপর দু'জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় স্থানীয় এক যুবক মুঠোফোনে কথা বলছিলেন। কথা বলতে বলতে তিনি রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা। তবে ওই যুবকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত দুজনের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে