বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

গোলাপগঞ্জে ব্যবসায়ী শাহিন হত্যা মামলায় ১ ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

গোলাপগঞ্জ প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ১৭:২৪
গোলাপগঞ্জে ব্যবসায়ী শাহিন হত্যা মামলায় ১ ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন
ছবি: যায়যায়দিন

সিলেটের গোলাপগঞ্জে ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন হত্যা মামলার রায়ে ১ জনের ফাঁসি এবং ৪ জনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

গত কাল বোধদ বার (৭ মে) দুপুরে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাহমুদুল হাসান এই রায় ঘোষণা করেন।

রায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত ওয়াহিদুর রহমান সানি গোলাপগঞ্জ উপজেলা ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর (শুকনা) গ্রামের মাহবুবুর রহমান ফয়সালের ছেলে। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- একই ইউনিয়নের কায়স্তগ্রাম (কুসুমবাগ) গ্রামের জামাল হোসেনের ছেলে সারওয়ার হোসেন, মানিক মিয়ার ছেলে শাকিল আহমেদ, হাজিপুর শুকনা গ্রামের নুর ইসলামের ছেলে ফাহিম ইসলাম এবং বিশ্বনাথ থানার বাহাড়া (দুবাগ) গ্রামের আহমদ আলীর ছেলে রায়হান আহমেদ অনিক। তাদেরকে ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আসামীদের মধ্যে রায়হান পলাতক রয়েছেন।

এছাড়া এই মামলায় জামিনে থাকা উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর (শুকনা) গ্রামের মৃত তৈবুর রহমানের ছেলে মাজেদুর রহমান ও হাজিপুর সাতঘরি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে মহিউদ্দিন বাদাইসহ দুই আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

নিহত এহতেশামুল হক শাহিন গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুর লরিফর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সহ-সভাপতি ছিলেন।

উল্লেখ্য, ব্যবসায়ী এহতেশামুল হক শাহিন ২০২১ সালের ২১ মার্চ রাত দেড়টার দিকে ঢাকা থেকে জরুরী কাজ শেষ করে সিলেট থেকে সিএনজি অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। গ্রামের রাস্তায় পৌঁছামাত্র কয়েকজন সন্ত্রাসী রাস্তায় কলাগাছ ফেলে অটোরিকশার গতিরোধ করে। এসময় সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে চালক ও পরিবারের সহযোগিতায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এঘটনায় ২৩ মার্চ নিহতের ছোট ভাই ইফতেখারুল হক সবুজ বাদি হয়ে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে