বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

পবিপ্রবিতে মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

পবিপ্রবি প্রতিনিধি
  ০৮ মে ২০২৫, ১৭:১৭
আপডেট  : ০৮ মে ২০২৫, ১৭:১৮
পবিপ্রবিতে মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
ছবি: যায়যায়দিন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন এবং সৃজিত নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সাজেদুল হকসহ অনুষদের অন্যান্য শিক্ষকবৃন্দ।

জানা যায়, ২০১৫ সালের এপ্রিলে উপসচিব মোহাম্মদ শরিফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রস্তাবনায় “মৎস্য সম্প্রসারণ ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা” পদে ৩৯৫টি নতুন পদসহ মোট ৬৩৭টি পদ সৃষ্টির সুপারিশ করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় নিয়ন্ত্রণ অনুবিভাগ এ প্রস্তাবে সম্মতি দিলেও এক দশক পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি।

প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হেমায়েত জাহান বলেন, “বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের পুষ্টি চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এই খাত অনন্য ভূমিকা রাখছে। কিন্তু দুঃখজনকভাবে, খাতটির প্রশাসনিক কাঠামো এখনো যুগোপযোগী ও দক্ষ জনবল দ্বারা পূর্ণাঙ্গভাবে গঠিত হয়নি। অর্গানোগ্রাম অনুমোদনের পরও বাস্তবায়ন না হওয়ায় এবং নতুন পদের নিয়োগ দীর্ঘদিন স্থগিত থাকায় মাঠপর্যায়ে কর্মীদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে, যার প্রভাব কার্যক্রম বাস্তবায়নে পড়ছে। আমরা আশা করি, সরকার ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত এই যৌক্তিক দাবি বাস্তবায়নে উদ্যোগ নেবে।”

মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাজেদুল হক বলেন, “আজকের এই মানববন্ধন একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ দাবির প্রতিফলন। প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও সৃজিত পদের নিয়োগ শুধু প্রশাসনিক চাহিদা নয়, বরং দেশের মৎস্য খাতের উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।”

২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সোহেল রানা জনি বলেন, “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং সৃজিত পদগুলোর দ্রুত নিয়োগ সময়ের দাবি। টেকসই উন্নয়ন ও দক্ষ ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত জনবল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আজকের মানববন্ধনের মাধ্যমে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে