শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

জেল থেকে কেজরিওয়ালের বার্তা, 'আমি জঙ্গি নই'

যাযাদি ডেস্ক
  ১৭ এপ্রিল ২০২৪, ০০:০০
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

তিহার জেলে তার সঙ্গে জঙ্গিদের মতো আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করছেন ভারতের রাজধানী দিলিস্নর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেরিওয়াল। সেইসঙ্গে দেশবাসীর উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন। মঙ্গলবার তার সেই বার্তা জনসম্মুখে তুলে ধরেন সদ্য জেল থেকে জামিনে মুক্তি পাওয়া আম আদমি পার্টির (আপ) এমপি সঞ্জয় সিং।

ওই বার্তায় কেজরিওয়াল বলেন, 'মাই নেম ইজ অরবিন্দ কেজরিওয়াল। অ্যান্ড আই অ্যাম নট আ টেরোরিস্ট (আমি কোনো জঙ্গি নই, আমি অরবিন্দ কেজরিওয়াল)।'

আবগারি দুর্নীতি মামলায় গত ২১ মার্চ গ্রেপ্তার হওয়ার পর থেকে বর্তমানে কেজরিওয়ালের ঠিকানা তিহার জেল। সেখান থেকে কখনো নিজের মন্ত্রিসভার মন্ত্রী, তো কখনো স্ত্রীর হাত দিয়ে বিভিন্ন বার্তা পাঠাতে দেখা গেছে দিলিস্নর মুখ্যমন্ত্রীকে। মঙ্গলবার তার সঙ্গে জেলে সাক্ষাৎ করতে যান আম আদমি পার্টির নেতা সন্দীপ পাঠক ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।

সেখান থেকে বেরিয়ে ভগবন্ত বলেন, 'জেলের মধ্যে একজন দাগি অপরাধীকে যে সুযোগ-সুবিধা দেওয়া হয়, সেটুকুও দেওয়া হচ্ছে না কেজরিওয়ালকে। ওনার দোষটা কোথায়? আসলে জেলের মধ্যে কেজরির মনোবল ভাঙার সবরকম চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।' আম আদমি পার্টির এমপি সঞ্জয় সিংয়ের অভিযোগ, 'জেলে কেজরিওয়ালের সঙ্গে সন্ত্রাসবাদীদের মতো আচরণ করা হচ্ছে।' সঞ্জয় সিংয়ের অভিযোগ, বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘৃণা ও প্রতিহিংসাপরায়ণ হয়ে কেজরিওয়ালের সঙ্গে জঙ্গির মতো আচরণ করছেন। তথ্যসূত্র :এবিপি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে