উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে প্রেসিডেন্ট কিম জং উনের উপস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনকে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
পিয়ংইয়ংয়ের মধ্য দিয়ে বয়ে যাওয়া থাইদং নদী তীরবর্তী কিম ইল সং স্কয়ারে বুধবার পুতিনকে এক ঘণ্টা ধরে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় চত্বরটিতে সেনাবাহিনীর অশ্বারোহী সেনাদের পাশাপাশি বিপুলসংখ্যক জনতা ছিলেন। শিশুরা বেলুন হাতে পুতিনকে স্বাগত জানায়, সেখানে চত্বরের মূল ভবনজুড়ে দুই দেশের পতাকার মধ্যে শোভা পাচ্ছিল দুই নেতার বিশাল দু'টি ছবি।
এখানে অনুষ্ঠান শেষ হওয়ার পর দুই নেতা শীর্ষ বৈঠকে মুখোমুখি হতে প্রেসিডেন্টের বাসভবন কুমুসুচান প্রাসাদে যান।
রাশিয়ার গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিওর বরাত দিয়ে এসব কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে বুধবার ভোররাতে পুতিন পিয়ংইয়ং পৌঁছান। এ সময় কিম বিমানবন্দরে রাশিয়ার প্রেসিডেন্টকে জড়িয়ে ধরে স্বাগত জানান। এখান থেকে রাষ্ট্রীয় অতিথি ভবনে যাওয়ার সময় পুতিনের রাশিয়া নির্মিত অরাস লিমুজিনে বসে দুই নেতা নিজেদের 'গভীর ভাবনাগুলো' বিনিময় করেন বলে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।