ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের প্রধানতম লক্ষ্য ছিল হামাসকে নির্মূল করা। কিন্তু টানা আট মাস ধরে অভিযান চালিয়ে ৩৭ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনিকে হত্যার পর এখন তারা বলছে, স্বাধীনতাকামী গোষ্ঠীটিকে নির্মূল করা সম্ভব নয়। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি স্বীকার করেছেন, ফিলিস্তিনি এই সশস্ত্র গোষ্ঠীকে নির্মূল করা যাবে না। বুধবার এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। তথ্যসূত্র : টাইমস অব ইসরাইল, এএফপি, আল-জাজিরা
তার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে হামাসকে নির্মূলের লক্ষ্যে গাজায় যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইল, সেটির লক্ষ্য অর্জন করতে পারবে না দেশটি। এছাড়া আইডিএফ মুখপাত্রের এমন মন্তব্যে গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে আরও উত্তেজনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১৩কে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, 'হামাসকে ধ্বংস, নিশ্চিহ্ন করার কাজ সোজা কথায় জনগণের চোখে ধুলা দেওয়া। হামাস একটি মতবাদ, হামাস একটি দল। এটি মানুষের হৃদয়ে গেঁথে আছে। যারা মনে করেন আমরা হামাসকে নির্মূল করতে পারব তারা ভুল করছেন।' তিনি সতর্ক করে বলেছেন, ইসরাইলি সরকার যদি বিকল্প খুঁজে না পায়, তাহলে গাজা উপত্যকায় হামাসের অস্তিত্ব থাকবে।
সেনাবাহিনীর মুখপাত্রের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নিরাপত্তা মন্ত্রিসভা যুদ্ধের একটি লক্ষ্য হিসেবে হামাসের সামরিক ও শাসন করার সক্ষমতা ধ্বংস করাকে বুঝিয়েছে। তবে আইডিএফ এই লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ।
এই বিবৃতির পর আইডিএফ মুখপাত্রের ইউনিট আরেকটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সরকারের নির্ধারিত যুদ্ধের লক্ষ্য অর্জনে সেনাবাহিনী প্রতিশ্রম্নতিবদ্ধ। এর মধ্যে হামাসের সামরিক ও শাসন করার সক্ষমতা ধ্বংস করার অন্তর্ভুক্ত রয়েছে। সাক্ষাৎকারে হ্যাগারি হামাসকে একটি আদর্শ ও মত হিসেবে নির্মূলের বিষয় নিয়ে কথা বলেছেন। এর বাইরে ওই মন্তব্য নিয়ে কোনো দাবি করা হলে তা অপ্রাসঙ্গিক।
ইসরাইল পরাজয় স্বীকার করেছে বললেন হামাস নেতা
এদিকে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এই সাক্ষাৎকারের পর হামাসের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ দাবি করেছেন, ইসরাইল মূলত এর মাধ্যমে পরাজয় স্বীকার করেছে। হামাসের এ নেতা বলেছেন, 'হ্যাগারির সাক্ষাৎকার একটি সোজাসাপ্টা স্বীকারোক্তি। ৯ মাসের যুদ্ধের পর এটি পরিষ্কার- হামাসকে নির্মূল করা যাবে না। এমনকি যদি তারা একশ গুণ বেশি অস্ত্রও ব্যবহার করে।'
তিনি আরও বলেছেন, 'এর মাধ্যমে ইতিহাস পরিবর্তিত হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে সক্ষম হবে, হামাসের সংগ্রাম রাজনৈতিক অঙ্গনে থাকবে এবং সামাজিক এবং প্রতিরোধ অঙ্গনে স্থায়ীভাবে থেকে যাবে।'
হামাসের এই নেতা আরও বলেছেন, প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে ইসরাইলিদের মধ্যে অনৈক্য দেখা দিয়েছে এবং তারা নেতানিয়াহুকে বলছে- যুদ্ধ বন্ধ করো।