মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সমালোচনা করায় বিপাকে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিরাপত্তা ইসু্যতে বৃহস্পতিবার আমেরিকার সঙ্গে গোপন বৈঠকের কথা ছিল ইসরাইলের। কিন্তু বাইডেন ও তার প্রশাসনের সমালোচনা করায় ওই বৈঠক বাতিল করেছে আমেরিকা। তথ্যসূত্র : আনাদোলু
বৃহস্পতিবারের ওই বৈঠকে ইরানের পারমাণবিক ইসু্যতে নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ইসরাইলের গণমাধ্যম 'হারেৎজ' জানায়, আন্তর্জাতিক চাপের মুখে ইসরাইলে অস্ত্রের চালান পাঠাতে বিলম্ব করায় বাইডেন প্রশাসনের কঠোর সমালোচনা করেছেন নেতানিয়াহু।
গত মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্সে' পোস্ট করা ভিডিও বার্তায় নেতানিয়াহু বাইডেনের সমালোচনা করে বলেন, গত কয়েক মাস ধরে আমেরিকা গোলাবারুদ ও অস্ত্রের চালান পাঠানো বন্ধ রেখেছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এই পোস্ট দেখে বেজায় চটে যায় বাইডেন প্রশাসন। গুরুত্বপূর্ণ ও গোপন ওই বৈঠকের এজেন্ডা ছিল ইরানের পরমাণু কমসূচি।
ওই বৈঠকের পরিবর্তে ইসরাইলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডেরমার আমেরিকা সফরে যাচ্ছেন মার্কিন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সালিভানের সঙ্গে বৈঠক করতে।