জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বলেছেন, 'রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-এর তথ্যানুযায়ী, বিশ্বের প্রতিটি প্রান্তে সংবাদপত্রের স্বাধীনতা সঙ্কুচিত হচ্ছে। এর অন্যতম কারণ হলো, যুদ্ধ ও সহিংসতায় সাংবাদিকরা হামলার শিকার হচ্ছেন।' একইসঙ্গে তিনি এও বলেছেন, গণতন্ত্র কখনোই আকাশ থেকে পড়ে না, বরং চর্চার মধ্য দিয়ে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে।
জার্মানির বন শহরের ওয়ার্ল্ড কনফারেন্স সেন্টারে 'ডয়চে ভেলে' আয়োজিত গেস্নাবাল মিডিয়া ফোরামের ১৭তম আসরে যোগ দিয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
গত সোমবার 'দ্য পাওয়ার অব ডেমোক্রেসি' বা 'গণতন্ত্রের শক্তি' শীর্ষক একটি পেস্ননারি সেশনে অংশ নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন বেয়ারবক। গণতন্ত্রের চ্যালেঞ্জ প্রসঙ্গে আনালেনা বেয়ারবক বলেন, 'আমি মনে করি, গণতন্ত্র কখনো শেষ হয় ন। কারণ, গণতন্ত্র আসলে জীবনের মতো, আর জীবন কখনো ফুরায় না।'
মানুষ যেমন প্রতিদিন একটু একটু করে শেখে, বেড়ে ওঠে, গণতন্ত্রও অনেকটা সেই রকম বলে মনে করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, 'গণতন্ত্র কখনো আকাশ থেকে পড়ে না। গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হয়।' তথ্যসূত্র : এএফপি