সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

শাদে অস্ত্রাগারে বিস্ফোরণে নিহত ৯, আহত ৪৬

যাযাদি ডেস্ক
  ২১ জুন ২০২৪, ০০:০০
শাদে অস্ত্রাগারে বিস্ফোরণে নিহত ৯, আহত ৪৬

মধ্য-আফ্রিকার দেশ শাদে সামরিক বাহিনীর একটি অস্ত্রাগারে অগ্নিকান্ডের কারণে ঘটা বিস্ফোরণের অন্তত ৯ জন নিহত ও ৪৬ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে রাজধানী এনজামিনায় বিস্ফোরণ ও হতাহতের এ ঘটনাটি ঘটেছে বলে দেশটির স্বাস্থ্যমন্ত্রী আবদেলমাদজিদ আবদেরাহিম জানিয়েছেন।

বহু মানুষ গুরুতর আহত হওয়ায় মৃতু্যর সংখ্যা আরও বাড়তে পারে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক সামরিক ঘাঁটিতে বিস্ফোরণটি ঘটে, এতে রাতের আকাশ আলোকিত হয়ে যায়। বিস্ফোরিত গোলাগুলো উড়ে গিয়ে আশপাশের বাসিন্দাদের বাড়িঘরে পড়েছে। ওই এলাকার লোকজন তখন বিভিন্ন আড়ালে আশ্রয় নিয়ে আত্মরক্ষার চেষ্টা করছিলেন।

স্থানীয় সময় বুধবার সকালে প্রেসিডেন্ট মহাম্মদ ইদ্রিস দেবি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিস্ফোরণস্থলে একটি বড় গর্তের চারপাশে বিধ্বস্ত গাড়ি ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব পদার্থ ছড়িয়ে-ছিটিয়ে ছিল। তথ্যসূত্র : রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে